রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিথ্যা মামলায় তছনছ একটি পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

ধর্ষণের মিথ্যা মামলায় মজিবর নামে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান তার বাবা। তাকে গ্রেফতারের সময় পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন মজিবরের শ্বশুর। তিনিও একরকম বিনা চিকিৎসায় মারা যান। অন্যদিকে কারাবন্দি মজিবরও অসুস্থ হয়ে পড়েছেন। ঘরে অসহায়ের মতো দিন কাটছে তার বৃদ্ধা শাশুড়ি, স্ত্রী ও শ্যালিকার।

অনুসন্ধানে জানা যায়, মজিবরের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করেন রেজাউল ও তার বোন নেহার। রেজাউল মজিবরের ভায়রা। ২০১২ সালের ১২ মার্চ রেজাউলের সঙ্গে বিয়ে হয় মজিবরের শ্যালিকা শিরিন আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শিরিনের ওপর নির্যাতন শুরু করে রেজাউল। এ নিয়ে ২০১৪ সালে রেজাউলের বিরুদ্ধে একটি মামলা করেন শিরিন। মামলা পরিচালনার বিষয়ে শিরিনকে সহায়তা করেন মজিবর। শিরিন ও তার দুই সন্তানের দায়িত্বও নেন তিনি। একই বাসায় থাকেন মজিবরের শ্বশুর-শাশুড়িও।

এসব কারণে রেজাউল ক্ষুব্ধ হয়ে ওঠে মজিবরের ওপর। সে তার বোন নেহারকে দিয়ে ছদ্মনামে (সাথী আক্তার) ১৯ ফেব্রুয়ারি রাতে একটি মামলা করেন। ধর্ষণের মিথ্যা অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা এ মামলায় আসামি করা হয় কাজলা ব্রিজ ঢালের মজিবর মুন্সীকে। মজিবর মুন্সী তার বাবার একমাত্র ছেলে। মিথ্যা মামলায় পুলিশ ওই রাতেই মজিবরকে গ্রেফতার করে। মজিবর গ্রেফতার হওয়ার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার বাবা আজিম মিয়া। তাকে নেয়া হয় হাসপাতালের আইসিইউতে। পরদিন ছেলেকে কারাগারে নেয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সায়েদাবাদের আল কারিম হাসপাতালে মারা যান তিনি। এরপর বৃহস্পতিবার মারা যান মজিবরের শ্বশুর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীও।

মজিবরের স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামীকে অপহরণকারীদের মতো তুলে নিয়ে যায় পুলিশ। গভীর রাতে এসআই মো. আইয়ুবের নেতৃত্বে পুলিশের একটি দল এসে কিছু বুঝে উঠার আগেই টেনে-হিঁচড়ে তাকে বের করে নিয়ে যায়। তার (আসমার) বাবা সেকান্দার আলী পুলিশের কাছে জানতে চান তার মেয়ের জামাইয়ের অপরাধ কী? এ কারণে পুলিশ সেকান্দারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি মাথা, বুক এবং পাঁজরে আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে বিছানায় পড়েছিলেন সেকান্দার আলী। ঠিকমতো তার চিকিৎসা করাও সম্ভব হয়নি। কারণ, মজিবরের কোনো ভাই নেই। স্ত্রী আসমা বেগম ছিলেন স্বামীর জামিন নিয়ে ব্যস্ত।

শুক্রবার মজিবরের বাসায় গিয়ে চোখে পড়ে তার স্ত্রী আসমাসহ আত্মীয়-স্বজনদের বিলাপ। সকালেও আসমা তার স্বামীকে দেখতে জেলখানায় গিয়েছিলেন। কিন্তু দুটি মৃত্যুর কথা তাকে জানানো হয়নি। আসমার সঙ্গে দেখা হলে অসুস্থ মজিবর বলছিলেন, ‘আমাকে রোববার-সোমবারের মধ্যে বের করার ব্যবস্থা কর। না হলে এখানে আমি মারা যাব। আমার ছেলেমেয়েদের একবারের জন্যে আমার সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাও।’

পাগলপ্রায় অবস্থায় আসমা বেগম যুগান্তরকে বলেন, ‘বাসায় এসে যখন আমার স্বামী তার বাবা ও শ্বশুরের কথা জিজ্ঞেস করবেন তখন আমি কী জবাব দেব? তাদের মৃত্যুর কথা শুনলে সে (মজিবর) হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমিও বাঁচব না। আমার মা গুরুতর অসুস্থ। শিরিনের দিকে তাকানো যাচ্ছে না। আমরা সবাই মারা যাব। একজন অসহায় বোনকে আশ্রয় দেয়ার কারণেই কী আমাদের সব শেষ হয়ে যাবে? আজ আমি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আইয়ুবকে বলেছি, আল্লাহ আপনাদের হেদায়েত দিক।’

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) রাহাৎ খান বলেন, ‘বিষয়টি খুবই অমানবিক। আমরা আগে বুঝতে পারিনি যে প্রতারণার ফাঁদে (মিথ্যা মামলা) পা দিয়েছি। মজিবরকে কারাগারে পাঠানোর পর বুঝতে পেরেছি। এরই মধ্যে দু’জনের প্রাণ চলে গেছে। তাদের প্রাণ তো আর ফিরিয়ে দিতে পারব না। আদালতের আদেশ ছাড়া মজিবরকেও মুক্ত করা সম্ভব নয়। তবে এতটুকু নিশ্চিত যে, এ মামলায় চার্জশিট দেয়ার সুযোগ নেই। ফাইনাল রিপোর্ট দেয়া হবে। প্রয়োজনে মজিবরের কাছে দুঃখ প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, প্রতারক রেজাউল এবং ধর্ষণ মামলার বাদী তার বোন নেহার এখন নিরুদ্দেশ। পুলিশ তাদের খুঁজছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি