রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুসিক নির্বাচনে আ.লীগের মাথাব্যথা আফজল-বাহার দ্বন্দ্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৭


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ে আওয়ামী লীগকে বেশি ভাবতে হচ্ছে তাদের স্থানীয় দুই নেতার মধ্যে পুরনো বিরোধ নিয়ে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করেছে প্রবীণ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমাকে। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুল হক সাক্কুর সঙ্গে তিনি লড়াইয়ে কতটা ভালো করবেন- আপাতত তার চেয়ে বেশি চিন্তা আওয়ামী লীগেরই আরেকটি অংশ আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থকদের সমর্থন তিনি কতটা পাবেন।
কুমিল্লায় আফজল ও বাহারের দ্বন্দ্ব তাদের রাজনৈতিক জীবনের শুরু থেকেই। স্থানীয় আওয়ামী লীগে দুই নেতারই প্রভাব অনেক। একজনকে প্রার্থী করলে বরাবরই প্রকাশ্য বা অপ্রকাশ্য বিরোধিতা করেছেন অন্যজন। কখনো মনোনয়ন না পেয়ে নিজেই দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী, কখনো আবার অন্যকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দলের প্রার্থীকে ফেল করাতে কাজ করেছেন।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে সারা দেশে গণজোয়ারের মধ্যে কুমিল্লা সদর আসনে নৌকা মার্কা পেয়ে পাস করেন বাহাউদ্দিন বাহার। আফজলকে সে সময় পরে ভালো কিছু দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। আর ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তাকে সমর্থন দেয় আওয়ামী লীগ। কিন্তু তিনি হেরে যান। এই পরাজয়ের জন্য বাহারের অনুসারীদের অসহযোগিতার পাশাপাশি তার বিরুদ্ধে ভোট দেয়াকে দায়ী করেছিলেন আফজল-সমর্থকরা।
ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিলেন। এর পাশাপাশি বাহারের অনুসারীরাও তখন বিএনপি নেতা সাক্কুকে ভোট দিয়েছিলেন বলেও গুজব আছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে কুমিল্লা সদর আসনে আবার আওয়ামী লীগের মনোনয়ন পান বাহাউদ্দিন বাহার। তখন মনোনয়ন চেয়েছিলেন আফজল খান। কিন্তু তাকে প্রার্থী করেনি দল। এরপর তার ছেলে মাসুদ পারভেজ খান ইমরান স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাহারের কাছে হেরে যান।
এই পুরনো দ্বন্দ্বের রেশ আগামী ৩০ মার্চের ভোটেও কি পড়বে? দুই নেতার বলয়ের বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি চিন্তিত ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারাও। আর দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টাও শুরু করেছেন তারা। জানতে চাইলে কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক বলেন, ‘এবার যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে, তাই দুই নেতার দ্বন্দ্বের প্রভাব তেমন পড়বে না। কারণ, আর যা-ই হোক আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ধানের শীষে ভোট দেবে না।’
দ্বন্দ্ব নিরসনে কেন্দ্রের উদ্যোগঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগেই কুমিল্লার দ্বন্দ্ব নিরসন হবে। তিনি বলেছেন, নারায়ণগঞ্জেও সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমানের মধ্যে বিরোধ ছিল। সেটা যেভাবে মীমাংসা হয়েছে কুমিল্লাতেও আফজল খান ও বাহাউদ্দিন বাহারের মধ্যে বিরোধের অবসান হবে। আসলে কী করছে আওয়ামী লীগ? জানতে চাইলে দলের কেন্দ্রীয় নেতারা জানান, এই বিরোধ মেটানোর চেষ্টার অংশ হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর কুমিল্লা সফর করেছেন। তারা আফজল খান ও বাহারের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। এনামুল হক শামীম বলেন, ‘সিটি নির্বাচনে আমাদের দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবে। এখানে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার কোনো সুযোগ নেই।’ আবদুস সবুর বলেন, ‘নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। তাই এ নির্বাচনে এর প্রভাব পড়বে না। আর বাহার ভাই তো বলেই দিয়েছেন নৌকা যেখানে আছে তিনি সেখানেই থাকবেন। তাই আমরা আমাদের দলের প্রার্থীর বিজয়ে শতভাগ আশাবাদী।’ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং তার প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান ও তার অনুসারীদের গণভবনে এক টেবিলে বসিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি দুই পক্ষের কাছেই শুনেছেন তাদের বক্তব্য। এরপর তাদের মিলিয়ে দিয়েছেন এবং পরে শামীম ওসমান সংবাদ সম্মেলন করে আইভীর পক্ষে তার সমর্থন ঘোষণা করেছেন। আওয়ামী লীগ নেতারা জানান, একইভাবে আফজল ও বাহারকেও গণভবনে ডাকার প্রক্রিয়া চলছে। দুই-এক দিনের মধ্যেই তাদের এক টেবিলে বসাবেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন নেতা নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, ‘আফজল আর বাহারের মধ্যে বিরোধ রাজনৈতিক সচেতন প্রতিটি মানুষই জানে। এই বিরোধ মেটানো কঠিন। তা ছাড়া সম্প্রতি আইভী ও শামীম ওসমানের মধ্যে বিরোধ মিটলেও ঢাকা আইনজীবী সমিতির নেতাদের মধ্যে বিরোধ আমরা মেটাতে পারিনি। তাদের নির্বাচনের আগে দুই পক্ষই কথা দিয়েছিল এক হয়ে নির্বাচন করবে। কিন্তু তারা করেনি এবং সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল হেরে গেছে।’
আফজল কন্যার আশা, তার পেছনে থাকবে সবাইঃ
নৌকা প্রতীক পাওয়ার পরপর আফজল কন্যা আঞ্জুম সুলতানা সীমা দেখা করেছেন আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সীমা বলেন, দপ্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, আমি বাহার চাচার দোয়া নিতে এসেছি। তিনি বলেছেন, দোয়া ছাড়া আমাকে আর কিছু দিতে পারবেন না।’ পরে সংসদ বাহার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন বিধি অনুযায়ী আমি প্রচারণা চালাতে পারব না। এ জন্য বলেছি আমি তাকে দোয়া করেছি। সে যেন বিজয়ী হয়।’ আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘আমাদের মধ্যে এখন কোনো কোন্দল নেই। আমরা সব বিভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’
বাহার যা বলেছেন
বাহাউদ্দিন বাহার বলেছেন, আগে যা হয়েছে হয়েছে, এখন আওয়ামী লীগকে জেতাতে কুমিল্লায় সবাই কাজ করবেন এক হয়েই। বাহার বলেন, ‘আমি দলের প্রতি আনুগত। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তার প্রতি আমার আস্থা রয়েছে। তার প্রতি আমার সমর্থন ও দোয়া থাকবে। তবে আমি সংসদ সদস্য হওয়ায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারব না।’ ২০১২ সালের মেয়র নির্বাচনে আফজল খানের বিরোধিতা করেছেন-এমন প্রচার সত্য নয় বলেও দাবি করেন বাহার। তিনি বলেন, ‘আমি তার (আফজল খান) পক্ষে বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছিলাম। সেবার আমি ২৮টি পথসভায় বক্তব্য দিয়েছিলাম, যার মধ্যে শুধু সাতটি পথসভায় তিনি ছিলেন না।’ বাহারের সঙ্গে ঘনিষ্ঠ এক নেতাও বলেন, আফজল খান নির্বাচনে হেরে অহেতুক অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘যদি আফজাল খান এক-দুই হাজার ভোটে হারতেন তাহলে বলা যেত আমাদের বিরোধিতার কারণে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু তিনি হেরেছেন বিশাল ব্যবধানে। জনগণের মধ্যে জনপ্রিয় না থাকাই এর কারণ ছিল।’
গত নির্বাচনের ফল
২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি। তাদের নেতা মনিরুল হক সাক্কু ভোটে দাঁড়ান সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে ২৯ হাজার ৩০৬ ভোটের ব্যবধানে হারান। ওই নির্বাচনে সাক্কু পান ৬৫ হাজার ৭৭৭ ভোট। আর আফজল খান পান ৩৬ হাজার ৪৭১ ভোট। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল রহমান তানিম আট হাজার ৫১৪ ভোট পেয়েছিলেন। পাঁচ বছর পরের ভোটে এবার বেড়েছে ভোটার। ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের ভোটার দুই লাখ সাত হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৩২৯ জন আর নারী ভোটার এক লাখ পাঁচ হাজার ৫৫ জন।
আওয়ামী লীগ এবার সীমাকে প্রার্থী করায় নারীদের ভোটে এগিয়ে থাকার আশা করছে। তারা বলছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভীর বিপুল জয়ের কারণ নারী কেন্দ্রগুলোতে তার একচেটিয়া ভোট প্রাপ্তি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি