রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চিকিৎসকের ব্যবস্থাপত্রে বিক্রয় নিষিদ্ধ ওষুধ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌন বহির্বিভাগ থেকে একটি ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতাল লাগোয়া একটি ওষুধের দোকানে এলেন সোহাগ নামে এক রোগী। ওই ব্যবস্থাপত্রে চারটি ওষুধের মধ্যে আলট্রা-ই নামের একটি ওষুধও রয়েছে। বিক্রয় প্রতিনিধি দোকান থেকে তিনটি ওষুধ দিয়ে আলট্রা-ই ওষুধটি তার দোকানের পাশে অবস্থান করা এক ব্যক্তির কাছ থেকে নিয়ে রোগীকে দিলেন। একইভাবে রিনা বেগম নামে আরেক রোগীর ব্যবস্থাপত্রে থাকা চারটির মধ্যে রেক্টর-এইচসি ক্রিম এবং এন-প্লাস নামের ওষুধও ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে রোগীকে দিলেন। এ প্রতিবেদক তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ওই বিক্রয় প্রতিনিধি জানান, এসব ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব ওষুধ দোকানে পেলে জেল-জরিমানা করেন। এ কারণে এসব ওষুধ দোকানে রাখা হয় না। সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করে তারা রোগীদের এসব ওষুধ দিয়ে থাকেন।

সোহাগ নামের রোগীর ব্যবস্থাপত্রটি মিটফোর্ড হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক মো. সিরাজীর এবং রিনার ব্যবস্থাপত্রটি ডা. মীর মোহাম্মদ আরিফুর রহমানের লেখা বলে জানান ওই বিক্রয় প্রতিনিধি।

প্রায় এক ঘণ্টা ওই দোকানে অবস্থান করে হাসপাতালের বহির্বিভাগ থেকে আসা অন্তত ২০টি ব্যবস্থাপত্র পর্যালোচনা করে দেখা গেছে, হাসপাতালের মেডিসিন, চর্ম ও যৌন এবং নাক কান গলা (ইএনটি) বিভাগে চিকিৎসা নেওয়া রোগীদের ব্যবস্থাপত্রে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ওষুধ লেখা হয়েছে। প্রতিটি ব্যবস্থাপত্রে দুই থেকে তিনটি এমন ওষুুধ রয়েছে। এসব ওষুধের দাম ৪০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। মেডিসিন বিভাগের মীর মোহাম্মদ আরিফুর রহমান, মনোয়ার হোসেন, চর্ম ও যৌন বিভাগের নাহিদা ফেরদৌস, মো. সিরাজী, ইএনটি বিভাগের গাজী মো. আসিকুজ্জামান, মাহমুদা নাসরিনসহ বহির্বিভাগে দায়িত্ব পালনকারী অন্তত ১৫ চিকিৎসক ব্যবস্থাপত্রে বিক্রয় নিষিদ্ধ ওষুধ লিখেছেন। নিষিদ্ধ অন্তত দেড়শ’ আইটেমের ওষুধ চিকিৎসকরা ব্যবস্থাপত্রে নিয়মিত লিখছেন বলে জানান সংশ্লিষ্ট দোকানিরা।

এসব ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সমকালকে বলেন, অধিদপ্তরের কোনো নিবন্ধিত কোম্পানি এসব ওষুধ উৎপাদন করে না। এর গুণগত মান সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। যেসব দেশের নাম উল্লেখ করে ওষুধটি উৎপাদন করা হয়েছে, সেসব দেশেও ওই ওষুধের ক্লিনিক্যাল কোনো ট্রায়াল দেওয়া হয়নি। ফুড সাপ্লিমেন্ট, কানের ড্রপ, যৌন উত্তেজক ট্যাবলেট, স্কিনের বিভিন্ন মলম বিভিন্ন দেশের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করা হয়। অনেক নকলবাজ ঘরে তৈরি করে বিদেশি লেবেল লাগিয়ে এসব ওষুধ বাজারজাত করছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় গত বছর প্রজ্ঞাপন জারি করে অনিবন্ধিত সব ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো দোকানে এসব ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির জেল-জরিমানা করা হয়।

বিক্রয় নিষিদ্ধ ওষুধ ব্যবস্থাপত্রে লেখার বিষয়ে জানতে চাইলে ডা. মনোয়ার হোসেন সমকালকে বলেন, বিক্রয় নিষিদ্ধ ওষুধের তালিকা তাদের কাছে এতদিন সরবরাহ করা হয়নি। তবে গত বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক এ-সংক্রান্ত একটি চিঠি তাদের দিয়েছেন। বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। বিক্রয় নিষিদ্ধ ওষুধ আর লিখবেন না বলে জানান তিনি।

ডা. গাজী মো. আসিকুজ্জামান বলেন, বিক্রয় নিষিদ্ধ ওষুধ তিনি ব্যবস্থাপত্রে দিয়েছেন_ এমনটি কেউ বলতে পারবে না। সমকালের কাছে থাকা একাধিক ব্যবস্থাপত্রে বিক্রয় নিষিদ্ধ ওষুধ থাকার কথা জানানোর পর তিনি বলেন, বিক্রয় নিষিদ্ধ করার বিষয়টি না জেনে হয়তো তারা এটি লিখতে পারেন। এ বিষয়ে স্বচ্ছ নির্দেশনা থাকলে তারা লিখবেন না। প্রায় এক বছর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করার বিষয়টি তুলে ধরা হলে তিনি কোনো জবাব দিতে পারেননি। বক্তব্য জানতে ডা. মীর মোহাম্মদ আরিফুর রহমান ও ডা. মো. সিরাজীকে কয়েক দফা ফোন করা হলেও তারা তা রিসিভ করেননি। ডা. মাহমুদা নাসরিনের ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চিকিৎসক-নকলবাজ সিন্ডিকেট : চিকিৎসকদের মাধ্যমে এভাবেই অনিবন্ধিত নকল ও ভেজাল ওষুধ বিক্রির ভয়ঙ্কর সিন্ডিকেট গড়ে উঠেছে। বিক্রয় নিষিদ্ধ কানের ড্রপ, চর্মরোগের বিভিন্ন ওষুধ, শ্যাম্পু, সাবান এবং পুষ্টি পূরণে খাদ্যের সম্পূরক পণ্যও মিলছে বাজারে। নকল-ভেজাল ওষুধ বন্ধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, গত শতকের শেষ দিকে দেশে ফুড সাপ্লিমেন্টের আমদানি শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অন্তত ৩০ প্রতিষ্ঠান ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে এসব আমদানি করছে। প্রথমে ভিটামিন ও ক্যালসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে এর পরিধি বাড়তে থাকে। বর্তমানে বছরে প্রায় ৫০ কোটি টাকার ফুড সাপ্লিমেন্ট অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। অনুমোদনহীন এসব ফুড সাপ্লিমেন্টের মধ্যে ফ্রেশ গোল্ড, জে-কল প্লাস, এমজি-৩ প্লাস, অ্যামিনো-১০০০, অ্যামিনো-৭৫০, ও-প্লাস ক্যাপসুল, ও-জেন ক্যাপসুল, পি.মোসিস লোশন, কিনটন শ্যাম্পু, এম-বার, স্পাইকল, জেল-ই, অ্যাক্টিভেরা লোশন, ল্যাকটিভেরা লোশন, ওভেরা লোশন, অয়েলেক্স লোশন, বায়োসল শ্যাম্পু, কে-ওয়ান লোশন, সিল্কি-১ শ্যাম্পু, ওয়ান বার শ্যাম্পু, বনজেল-ই শ্যাম্পু, প্রোক্সি রোজ, প্রাভেল-পি, পেমো ক্যাপসুলসহ শতাধিক অবৈধ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত দামে এসব ওষুধ বিক্রি হয়। একাধিক দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, মিটফোর্ড এলাকায় চাঁদনী বেগম নামে এক নারীর নেতৃত্বে মনিরুল ইসলাম, রাসেলসহ শতাধিক ব্যক্তি এসব অনিবন্ধিত ওষুধ বিক্রির সঙ্গে জড়িত। এসব ওষুধের গায়ে মেড ইন চায়না, ইন্ডিয়া, ইউএসএ, জার্মানিসহ বিভিন্ন দেশের নাম লেখা রয়েছে।

এ বিষয়ে জানতে চাঁদনী বেগমকে ফোন করা হলে তিনি বলেন, বিদেশ থেকে উন্নতমানের ওষুধ আমদানি করে তারা বিক্রি করছেন। এটা অবৈধ কিছু নয়। ঔষধ প্রশাসনের প্রজ্ঞাপনে এসব ওষুধের বিক্রি নিষিদ্ধের কথা জানানোর পর চাঁদনী জানান, বড় বড় দেশের মানুষ এসব ওষুধ ব্যবহার করে। বাংলাদেশে করলে সমস্যা কোথায়?

দেশের বৃহত্তম ওষুধের বাজার মিটফোর্ড ও শাহবাগ ওষুধের দোকানের কয়েকজন বিক্রেতা সমকালের কাছে চিকিৎসকের ব্যবস্থাপত্রে অবৈধ ওষুধ লেখা এবং তা বিক্রির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। বিক্রেতারা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মিটফোর্ড হাসপাতালসহ সরকারি হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা বিক্রয় নিষিদ্ধ এসব ওষুধ লিখে থাকেন। বহির্বিভাগ থেকে পাওয়া ৭০ থেকে ৮০ শতাংশ ব্যবস্থাপত্রে বিক্রয় নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ কমিশনের বিনিময়ে চিকিৎসকরা ব্যবস্থাপত্রে এসব ওষুধ লিখে থাকেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক উপসচিব মনির হোসেন বলেন, ওই সব ওষুধ বিক্রির জন্য বহির্বিভাগের চিকিৎসকরা রোগীদের ভুল বুঝিয়ে থাকেন। দরিদ্র ও অশিক্ষিত রোগীদের বলা হয়, তার অসুখ ভালো হওয়ার জন্য ‘বিদেশি’ ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ওষুধের পাশাপাশি এটি সেবন করলে রোগ ভালো হবে। এ কারণে রোগীরা ওই ওষুধটি আগে খোঁজ করেন। ওই ওষুধ সরবরাহ করা না গেলে দোকান থেকে তারা অন্য ওষুধও কিনতে চান না। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে অনেক দোকানি বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংগ্রহ করে তা রোগীদের সরবরাহ করতে বাধ্য হচ্ছেন।

বিক্রয় নিষিদ্ধ ওষুধ কেন চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লিখেন_ এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেল, বহির্বিভাগে চিকিৎসার দায়িত্বে থাকেন মেডিকেল অফিসাররা। তারা সপ্তাহে এক থেকে দু’দিন বহির্বিভাগে রোগী দেখার সুযোগ পান। বিশেষজ্ঞ কোনো ডিগ্রি না থাকায় এই জুনিয়র চিকিৎসকদের বাইরে প্র্যাকটিস করে অর্থ আয়েরও তেমন সুযোগ নেই। ফলে উচ্চহারে কমিশনের লোভেই তারা ফুড সাপ্লিমেন্টসহ অনিবন্ধিত ওষুধ লেখেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য জাকির হোসেন রনি বলেন, চিকিৎসক ব্যবস্থাপত্রে না লিখলে এসব ওষুধ বিক্রি করা সম্ভব নয়। তারা যেন অনিবন্ধিত ওষুধ না লেখেন, সে বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলেই কেবল অনিবন্ধিত ওষুধের বিক্রি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

চিকিৎসকের ব্যবস্থাপত্রে বিক্রয় নিষিদ্ধ ওষুধ থাকার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। তিনি সমকালকে বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে একটি নোটিশ দিয়ে কার্যক্রম থেমে থাকলে হবে না। এটি নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। সরকারকে আরও নজরদারি বাড়াতে হবে। বহির্বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের প্রতি তিনি বলেন, ‘অনেকে না জেনেও হয়তো বিক্রয় নিষিদ্ধ এসব ওষুধ লেখেন। আবার অনেকে জেনেও লিখে থাকেন। ঘটনা যাই হোক, মনে রাখবেন চিকিৎসা পেশা মানবিক। তাই আপনাদের কাছ থেকে এ ধরনের আচরণ কেউ প্রত্যাশা করে না।’

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব বলেন, ঔষধ প্রশাসন প্রজ্ঞাপন জারির পর দোকানে অনিবন্ধিত ওষুধ প্রকাশ্যে বিক্রি বন্ধ হয়েছে। তবে চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লেখার কারণে গোপনে তা বিক্রি করা হয়। এ বিষয়ে বিএমডিসি উদ্যোগ নিলে চিকিৎসকের লেখার সুযোগ থাকবে না। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীরও উদ্যোগী হতে হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা বলেন, বিক্রয় নিষিদ্ধ ওষুধ চিকিৎসকরা যেন ব্যবস্থাপত্রে না লেখেন, সেজন্য বিএমডিসি উদ্যোগ নেবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নকল-ভেজাল ওষুধ বিক্রি বন্ধে রাজধানীসহ সারাদেশে মডেল ফার্মেসি চালু করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় অর্ধশত মডেলে ফার্মেসি চালু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে মডেল ফার্মেসি চালুর মাধ্যমে নকল ও ভেজাল ওষুধ বিক্রির লাগাম টেনে ধরা হবে। তিনি বলেন, যেসব চিকিৎসক অনিবন্ধিত ওষুধ ব্যবস্থাপত্রে লিখছেন, তাদের প্রতি আহ্বান থাকবে_ আপনারা বিক্রয় নিষিদ্ধ ওষুধ লিখবেন না। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে ছিনিমিনি করলে কোনো ছাড় দেওয়া হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি