মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাল না পেয়ে মানবেতর জীবন যাপন করছে চাঁদপুরের জেলেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বছরের দুই মাস মাছ ধরা নিষেদ্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে। তাই মার্চ থেকে চাঁদপুরের মেঘনার নদীর থেকে মাছ ধরা বন্ধ করেছেন জেলেরা। সরকারের পক্ষ থেকে জেলেদের চাল দেয়ার কথা থাকলেও এখনও পুর্নবাসনের চাল পাননি জেলার ৪১ হাজার ১৮৯ জন জেলে। তাদের দাবি দ্রুত তাদের চাল দেয়া হয়। এদিকে কর্তৃপক্ষ জানায় র্কমসূচি শুরু হবার ১৫ দিন আগেই চাল দেয়ার জন্য আবেদন করা হয়েছে।

জাল ও নৌকা নদীর পাড়ে তুলে রেখেছেন জেলেরা। কারন মার্চ ও এপ্রিল এ দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী এ দুই মাস প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি চাল সহায়তা দেয়ার কথা সরকারের। অথচ পাঁচ দিন পার হয়ে গেলেও এখনও পুর্নবাসনের চাল পাননি কোন জেলে। জেলেদের অভিযোগ চাল না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। চাল না পাওয়া জেলেরা বলেন, মাছ না ধরলে খাবে কি পরিবার? সরকারের কথা তো জেলেরা শুনেছে। এখনে সরকারের তো আমাদের দিকে তাকানো উচিৎ। তাছাড়া মাছ ধরতে না পারায় বেকার হয়ে পরছে জেলেরা আর এতে বাড়ছে ক্ষুদ্র ঋণের বোঝাও।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও দাবি জানায় দ্রুত চাল জেলেদের হাতে দেয়া প্রয়োজন। এ সর্ম্পকে চাঁদপুরের ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু বলেন, ‘জেলেরা মাছ না ধরলে চাল কিনতে পারে না আর তারা তো অন্য কোন কাজও করে না। তাদের দ্রুত চাল দেয়া দরকার। এই মাসের মধ্যেই চাল পাওয়ার কথা। চাল পাওয়ার পর দ্রুত জেলেদের চাল দেয়া হবে’।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “এখন পর্যন্ত চাল বরাদ্ধ পাওয়া যায়নি। আমরা আশা করছি গত বছরগুলোর মত সরকার এ বছরও চাল দিবে”। এবং নির্ধারিত সময়ের মধ্যে চাল দেয়ার জন্য মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০০৬ সাল থেকে চাঁদপুর, পদ্মা ও মেঘনা নদীরর ১০০ কিলোমিটার সহ দেশের ৫টি অঞ্চলকে মাছের অভয়াশ্রম ঘোষনা করে মার্চ ও এপ্রিল মাসে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছেন মৎস্য বিভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি