রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন পথে মালয়েশিয়ায় মানব পাচার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সমুদ্রপথে কড়াকড়ির কারণে এখন নতুন পথে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মানব পাচার করছে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র। এ প্রক্রিয়ায় তিন ধাপে মালয়েশিয়ায় মানব পাচার করা হয়। পথটি হলো- ইন্দোনেশিয়া, নর্থ সুমাত্রা হয়ে মালয়েশিয়া।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ২৪ জনকে গ্রেপ্তারের ঘটনায় বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা এবং নগদ ছয় লাখ টাকা উদ্ধার করে র‌্যাব-৩।

সংবাদ সম্মেলনে অভিযানের বর্ণনা দিতে গিয়ে লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় মানব পাচার হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৩ গত ১ মার্চ রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অভিবাসন প্রত্যাশী ১০ জনকে উদ্ধার করে। তাদের কাছ থেকে র‌্যাব জানতে পারে মালয়েশিয়া ফেরত শফিকুল ইসলাম গুরু এবং মালয়েশিয়া প্রবাসী আবুল বাশার এই আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূল হোতা। এরা প্রত্যন্ত অঞ্চলের স্বল্প আয়ের মানুষকে প্রলোভন দেখিয়ে অন্য মানবপাচারকারী চক্রের যোগসাজশে বিদেশে পাচার করছে। পরে র‌্যাব কয়েক দিন অনুসন্ধান শেষে ২৪ পাচারকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাচারকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-৩ অধিনায়ক বলেন, চক্রটি স্বল্পকালীন ভ্রমণ ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঠানোর জন্য ইন্দোনেশিয়ার বিমানের টিকিট কেনে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অনলাইনে অ্যারাভাইল ভিসা চালু থাকায় সহজে ইন্দোনেশিয়ায় প্রবেশ করা যায়। পরে জাকার্তা থেকে বাসে করে অভিবাসন প্রত্যাশীদের নর্থ সুমাত্রা প্রদেশের রাজধানী মেদানে নিয়ে আরেকটি চক্রের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে সমুদ্রপথে মালয়েশিয়ার সেলানগর প্রদেশে নিয়ে যাওয়ার জন্য আরেকটি চক্রের কাছে হস্তান্তর করা হয় অভিবাসন-প্রত্যাশীদের।

পাচারকারীরা সাধারণত টাঙ্গাইল, পাবনা, মাগুরা, নওগাঁ, যশোর ও ঢাকার আশপাশের স্থানীয় এজেন্টদের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের মধ্যে রয়েছে আছির, সমেশ, হেলাল, মবিন, ইসমাঈল, ফরহাদ, সোহাগ, শোভন ও জাবেদ।

লে. কর্নেল তুহিন মোহাম্মদ বলেন, স্থানীয এজেন্টরা প্রত্যন্ত অঞ্চল থেকে স্বল্প আয়ের মানুষের পাসপোর্ট সংগ্রহ করে তা তামজিদের কাছে দেয়। গ্রেপ্তারকৃতদের ভাষ্য, তারা পলাশ, রাজিব, ইমরান, শাহাদৎ, সোহান, কফিল, ও রফিকুলের মাধ্যমে জাল ভিসা এবং বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের অবৈধ কপি সংগ্রহ করেন। এরপর তারা অবৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে জাল ভিসার বিপরীতে বিমানের টিকিট সংগ্রহ করে মানবপাচার করে আসছে।

অবৈধ পথে মালয়েশিয়ায় মানব পাচারের একটি প্রচলিত পথ কক্সবাজার থেকে ট্রলারে করে সমুদ্র পাড়ি দেয়া। কিন্তু ঝুঁকিপূর্ণ এই পথে ব্যাপক প্রাণহানি ও অভিবাসন-প্রত্যাশীদের থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে নিয়ে আটকে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নজরদারি বাড়ানো হয়। ফলে কমে আসে এই পথে মানব পাচার।

এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং লিবিয়ার বাংলাদেশি দূতাবাসের সহায়তায় লিবিয়া থেকে ফেরত এসেছে ২৭ বাংলাদেশি। তারা আজ বুধবার ভোর পাঁচটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের-০৭১২ নম্বর ফ্লাইটযোগে বাংলাদেশে আসে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সহায়তায় লিবিয়ায় যায়। দেশটির রাজধানী ত্রিপোলিতে তাদের জিম্মি করে অত্যাচারের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হতো। পরবর্তী সময় কয়েকটি ধাপে বিভিন্ন চক্রের হাত ঘুরে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবীয় পুলিশের কাছে ধরা পড়ে। লিবিয়ায় অনুপ্রবেশের দায়ে ছয় মাস জেল খাটার পর ইন্টারন্যাশনাল ফর মাইগ্রেশন (আইওএম) এবং লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি