রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে নারীরা এগিয়ে যাচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে পুরুষের পাশাপাশি নারীরা কাজ করছেন। এখন সেখানে নিয়মিত কমিশনে অফিসার ও সৈনিক, নাবিক পদেও নারীরা রয়েছেন। তাদের অনেকেই মেধা, পরিশ্রম দিয়ে উচ্চ পদেও অধিষ্ঠিত হয়েছে। নারীর উন্নয়নে ও অগ্রগতির ক্ষেত্রেও এটি একটি ধাপ। সংখ্যায় এখনও পর্যন্ত বেশি না হলেও আস্তে আস্তে এই সংখ্যা বাড়বে বলে আশাবাদী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর নারীদের উন্নয়ন পরিকল্পনার একটি অংশ হিসাবে সশস্ত্র বাহিনীতে সব ক্ষেত্রে নারী নিয়োগের সিদ্ধান্ত নেন। সেই হিসাবে বিভিন্ন নারীরা অন্যান্য কঠিন ও চ্যালেঞ্জিং পেশার মতো সশস্ত্র বাহিনীতেও যোগ দিয়ে জীবনের চ্যালেঞ্জ হিসাবে এই পেশাকে বেছে নেন।

এক সময় ধারনা করা হতো নারীদের জন্য সশস্ত্র বাহিনীর পেশা নয়। এই কারণে আগে চিকিৎসক ও নার্স হিসাবে সশস্ত্র বাহিনীতে নারীরা সম্পৃক্ত হলেও অন্যান্য সেক্টরে কাজ করার সুযোগ ছিল না। কিন্তু পরে সেই দুয়ার খুলে যায়। সেই হিসাবে এখন আস্তে আস্তে সশস্ত্র বাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়ছে।

হধাু১আইএসপিআরের দেওয়া হিসাবে, বাংলাদেশ সেনাবাহিনীতে এখন ৭০০ জন অফিসার রয়েছেন। এরমধ্যে মহিলা ডাক্তার অফিরারও রয়েছে। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল পদবির কর্মকর্তাও রয়েছেন। মেডিকেল কোর ছাড়া নিয়মিত কমিশনে সর্বোচ্চ মেজর পদে কর্মরত আছেন নারী আফিসার। এছাড়াও সেনাবাহিনীতে  বর্তমানে নারী সৈনিকের সংখ্যা ১৮০০ জন ।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে ৯২ জন নারী কর্মকর্তা রয়েছেন। নারী কর্মকর্তাদের সর্বোচ্চ পদবী কমান্ডার পর্যন্ত পদোন্নতি লাভ করেছেন। বর্তমানে নৌ বাহিনীতে নারী নাবিক রয়েছে ৪৪ জন।

বাংলাদেশ বিমানবাহিনীতে এখন নারী কর্মকর্তার সংখ্যা ১৬২ জন। এরমধ্যে সর্বোচ্চ স্কোয়াড্রন লিডার পদবি পর্যন্ত এখনও পর্যন্ত পদোন্নতি লাভ করেছেন।

ধরৎ ভড়ৎপবসংশ্লিষ্ট সূত্র জানায়, সশস্ত্র বাহিনীতে নারীরা কাজ করে যাচ্ছেন বেশ দক্ষতার সঙ্গে। তারা যে নারী এই জন্য আদালা করে তাদের জন্য বিশেষ নিয়ম কানুন নেই বা সুবিধা দেওয়ার বিষয় নেই। তারা পুরুষের পাশাপাশি নিজেদেরকেও সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক কর্নেল ডাঃ নাজমা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মহিলা কনটিনজেন্টের প্রধানের দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে। তিনি তার দায়িত্ব পালন শেষে আবার দেশে ফিরে এসে কাজ করছেন। বাংলাদেশে সেনাবাহিনীর দুইজন নারী পাইলটও রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি