মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্পষ্ট বলছি, নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে বিএনপি পিছু হটেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির দলীয় সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

ফখরুল বলেন, “আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন এবং বিএনপি বলেছে, নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন এদেশে হবে না।

“নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে। ওই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”

‘বিএনপি নির্বাচনে আসবে’- একথা বলার পাশাপাশি দলটির বিভিন্ন নেতার পরস্পরবিরোধী বক্তব্যও তুলে ধরছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফখরুল বলেন, “আজকে ষড়যন্ত্র হচ্ছে বিভেদ সৃষ্টি করার। সরকার সুপরিকল্পিতভাবে দেশপ্রেমিকদের মধ্যে, গণতন্ত্রকামীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফল লাভ করতে চায়। এটাকে পরাজিত করতে হবে।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গণমাধ্যমের মাধ্যমে সরকার একটা অপপ্রচার চালায় যে, এই তো বিএনপি ভেঙে গেছে। আজকেও তারা অপপ্রচার করছে বিএনপি নির্বাচনে যাবে, ৭০ সিট, ৮০ সিট সমঝোতা হচ্ছে।

“আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারির আগেও সরকার গণমাধ্যমের মাধ্যমে অপপ্রচার করেছিল যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে না যান তাহলে বিএনপির মধ্যে অনেকেই প্রস্তুত আছে তাকে ছাড়া নির্বাচনে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল, বিএনপির নেতৃবৃন্দ তো দূরের কথা, তৃণমূলের একজন কর্মী পর্যন্ত নির্বাচন করে নাই।”

নেতা-কর্মীদের ‘সরকারের অপপ্রচারে’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

বিএনপি মহাসচিব সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক রহমানের গ্রেপ্তারের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “তিনি যে সম্ভাবনা নিয়ে এসেছিলেন, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই আঘাত হানা হয়েছিল।”

‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

মঞ্চে মহাসচিবের ঐক্যের কথা বলার মধ্যেই মিলনায়তনের পেছনের দিকে আসনে বসা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নেতাদের হস্তক্ষেপে তা শান্ত হয়।

ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রদলের সাবেক নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আব্দুল কাদের ভুঁইয়া বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি