মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাঁওতাল পল্লিতে আগুনের ঘটনায় ৫৮ পুলিশ প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: বহুল আলোচিত গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর রেঞ্জের ডিআইজির এসআই মাহবুব ও কনস্টেবল সাজ্জাদের নাম উল্লেখ করে এক প্রতিবেদন দাখিল করা হয়। গত ২৬ নভেম্বর শনিবার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে থমাস হেমব্রম বাদী হয়ে এজাহারটি দাখিল করেন। এতে অজ্ঞাত আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, রংপুর চিনিকলের আওতাধীন সাহেব ইক্ষুখামারের ১৮৪২ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আদিবাসীদের সঙ্গে রংপুর চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ নভেম্বর সকালে বিরোধপূর্ণ ওই জমিতে চিনিকল কর্তৃপক্ষ আখ কাটতে গেলে আদিবাসীরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আদিবাসীরা পুলিশের ওপর হামলা করে। পরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি