রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


বৃষ্টি. . .


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দু’ দিন ধরে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। কখনো মুষুল ধারে, আবার কখনো ঝিরিঝিরি। বৃষ্টির ধরণ দেখে মনে হচ্ছে, গত কয়েকমাসের জমে থাকা আক্ষেপ একবারে মেঘের বরাতে বেরিয়ে আসছে।

শীতের কয়েক মাস ঢাকায় কোনো বৃষ্টি হয় নি। রাজধানীবাসীর মনের কথা বুঝতে পেরে বৃষ্টি আর থামতেই চাইছে না।

শুক্রবার রাত আটটা থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে বৃষ্টি শুরু হয়ে থেমে থেমে বৃষ্টি এখনো চলছে।

গতকাল রাত নয়টার দিকে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। অল্পক্ষণের বৃষ্টিতেই কারওয়ান বাজার, তেজতুরী বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়। মুগদা, বাসাবো এলাকাতেও পানি জমে। অসময়ের এই বৃষ্টিতে ধুলা থেকে স্বস্তি মিললেও যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয় ঢাকাবাসীকে।

বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় গতকাল প্রশাসনের নির্দেশে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে গতকাল সেন্ট মার্টিন যেতে পারেননি পর্যটকেরা। আর সেন্ট মার্টিন থেকে কোনো পর্যটক ফিরতেও পারেননি।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। এ জন্য আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি