রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


৩ নম্বর সতকর্তা সংকেত বহাল সমুদ্রবন্দরগুলোতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ রোববারও সক্রিয় আছে। ফলে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতকর্তা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে আজ রোববারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া, উপকূল ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

খুলনা-বরিশাল-চট্টগ্রাম-সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা-ময়মনসিংহ-রাজশাহী-রংপুর বিভাগের দু’এক জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি