সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠন এখনও সক্রিয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে সক্রিয় নতুন তিন জঙ্গি সংগঠনের সদস্যরা। চার মাসের ব্যবধানে সংগঠনগুলোর ৪৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নওমুসলিমও রয়েছে। গ্রেপ্তারের পর দায়ের ছয় মামলার তিনটিতে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। গতকাল রবিবার নতুন জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর উল্লায়া বাংলাদেশের’ ১৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর দুটি জঙ্গি সংগঠন হলো- আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা ‘একিউআইএস’ ও ‘ইসলামী সমাজ’। তবে সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকায় জঙ্গিরা চট্টগ্রামে মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না।

২০১৬ সালের ৮ ডিসেম্বর নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে হুজি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর তদন্তে বেরিয়ে আসে তারা একিউআইএসের সদস্য। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের তিনটি মামলায় মাওলানা তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবুজার গিফারী, নুরে আলম ও শেখ ইফতিশাম আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে র‌্যাব। সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলা তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নতুন এ জঙ্গি সংগঠনের খোঁজ পাওয়ার পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে ‘ইসলামী সমাজের’ ২৪ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি গোপন বৈঠকের সময় পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসকি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো, নওমুসলিম সাইফুল ইসলাম, রুহুল অমিন, মো. ইউছুফ আলী, আমির হোসেন, জামাল উদ্দিন, আবু হানিফ হারিজ, রফিকুল ইসলাম রুবেল, আলমগীর হোসেন, দিদার হোসেন, মো. আনোয়ার, শাহ আলম, রবিউল হোসেন, তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আবদুল ওহাব, আবদুর রব, মো. ছাদেক, আবু বক্কর কামাল, আবদুল কাদের, আকবর হোসেন, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোবারক আলী, আবদুল হাকিম ও মো. রবিউল। তাদের মধ্যে রুহুল আমিন সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও মো. ইউছুফ আলী ঢাকার টঙ্গী অঞ্চলের প্রধান।

একইভাবে গতকাল ‘হিযবুত তাহরীর উল্লায়া বাংলাদেশের’ ১৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন বৈঠকের সময় তাদের নগরীর পাহাড়তলী কাঁচাবাজার ঝর্ণাপাড়ার মসজিদ মার্কেটের জান্নাত লন্ড্রির দোকান থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সাইদুল, মামুন ও দেলোয়ার নামে তিন জঙ্গিকে পলাতক দেখিয়ে ২০ জঙ্গির বিরুদ্ধে মামলা করে ডবলমুরিং থানা পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি