শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভিকারুননিসার বর্ধিত ফি হাইকোর্টে স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নির্ধারণ করা বর্ধিত ফি এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে শিক্ষা বোর্ডের প্রবিধানমালার ৩৯ ধারা, যার মাধ্যমে অ্যাডহক কমিটি করা হয়েছে, তা কেন বে আইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ নয়জনকে বলা হয়েছে।

সোমবার আইনজীবী ইউনুছ আলী আকন্দের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

প্রসঙ্গত, অ্যাডহক কমিটির মাধ্যমে ভিকারুননিসা কর্তৃপক্ষ স্কুল পর্যায়ে মাসে ৩০০ ও কলেজ পর্যায়ে ৫০০ টাকা হারে বেতন বাড়িয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ৫০০ টাকা ‘হিতৈষী ভাতা’ নেয়া হচ্ছে।

এদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০০৯ সালের প্রবিধানমালার ৩৯ ধারায় বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হলে তা সঠিকভাবে গঠিত না হলে বা ভেঙে দেওয়া হলে অনধিক ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠিত হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি