রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জঙ্গি উদ্বুদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়ায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক : বাংলাদেশে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়া যুবকদের অন্তত ৮০- ৮২ শতাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে বলে পুলিশের এক জরিপে উঠে এসেছে।

১৩ মার্চ সোমবার চিফস অব পুলিশ কনফারেন্সে এক প্রেজেন্টেশনে জরিপটি উপস্থাপন করেন পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গোপনীয়) মো. মনিরুজ্জামান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ২৫০ জঙ্গির সঙ্গে কথা বলে তিনি এ জরিপ করেন।

ওই জরিপে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহার করে জঙ্গিবাদের পথে ধাবিত হচ্ছে তরুণেরা। এদের মধ্যে ৫৬ শতাংশ সাধারণ শিক্ষার্থী, ২২ শতাংশ মাদ্রাসার পড়াশুনা ছেড়ে জঙ্গিবাদে জড়িয়েছে।

মনিরুজ্জামান তার গবেষণায় দেখেছেন, একসময জঙ্গিদের কার্যক্রম ফেসবুকসহ কয়েকটি সামাজিক সীমিত থাকলেও  এখন তারা কৌশল পাল্টে টেলিগ্রাম, থ্রিমাসহ নতুন নতুন অ্যাপস ব্যবহার করছে। এজন্য তাদের শনাক্ত করতে গোয়েন্দাদের হিমশিম খেতে হচ্ছে।

গবেণার সুপারিশে তিনি প্রযুক্তিখাতে বিনিয়োগ ও প্রশিক্ষণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এদিকে, সোমবার বিকেলে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রযুক্তিগত বিভিন্ন বিষয় সেখানে তুলে ধরা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের যৌথ আয়োজনে এ কনফারেন্স চলবে ১৪ মার্চ পর্যন্ত। কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছেন আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি