সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কর্মীদের হিজাব নিষিদ্ধ করতে পারবে কোম্পানি : ইইউ আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কর্মীদের হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদান করতে পারবে ইউরোপের যে কোন প্রতিষ্ঠান। মঙ্গলবার এই বিষয়ে শুনানির পর রায়টি প্রদান করেছে ইউরোপীয় বিচার আদালত। রায় অনুযায়ী, কর্মস্থলে কেবল হিজাব নয় রাজনৈতিক এবং মতাদর্শগত যেকোন দৃশ্যমান প্রতীক নিষিদ্ধ করতে পারবে প্রতিষ্ঠান।

সম্প্রতি ইউরোপের বেলজিয়াম ও ফ্রান্সের দুই মুসলিম নারীকর্মী কর্মস্থলে হিজাব অপসারণ করতে অস্বীকৃতি জানালে তাদের বরখাস্ত করে প্রতিষ্ঠান। এরপরই তারা এই বরখাস্তের বিরুদ্ধে মামলা করে।

আদালতের রায়ে বলা হয়,  ‘কোম্পানির নিজস্ব নিয়মের ভিত্তিতেই ওই নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। কর্মস্থলের পেপাশাকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কর্মীদের ইচ্ছামাফিক পোশাক উগ্রবাদে ইন্ধন দিতে পারে।’

কর্মস্থলে রাজনৈতিক, দর্শন বা ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করা সরাসরি বৈষম্যকে নির্দেশ করে না বলেও উল্লেখ করেন আদালত।

উল্লেখ্য, ফ্রান্স এবং বেলজিয়ামের সরকারি প্রতিষ্ঠান এবং বিদ্যালয়ে ইতোমধ্যেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ইউরোপে স্কুল পর্যায়ে সাঁতার শিক্ষা ক্লাসে ছেলে-মেয়ে একসঙ্গেই অংশগ্রহণ করবে বলেও রায় দেয় ইসিজে। দ্য টেলিগ্রাফ, ইউরো নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি