সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র সফরে সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল সোমবার যুক্তরাষ্ট্ররে উদ্দশ্যেে সউদি আরব ত্যাগ করছেনে। তিনি যুক্তরাষ্ট্ররে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পরে সঙ্গে বৈঠক করবনে। ট্রাম্প গত জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরে এটইি হবে যুকরাজরে সঙ্গে প্রথম বৈঠক। এই বৈঠকে দ্বিপাক্ষিক সর্ম্পক পূর্নবহাল নিয়ে আলোচনা ও পারস্পরকি র্স্বাথ-সংশ্লিষ্ট আঞ্চলকি বিষয়ে র্পযালোচনা করবনে ট্রাম্প-মোহাম্মদ। জানুয়ারিতে সউদি আরবরে ফ্রিগেটের হামলাকে ইরানরে ইন্দনে হুতি বিদ্রোহীরা করেছিল এমনটাই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও সউদি আরব। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের  সামরকি শক্তি বৃদ্ধির পরকিল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে ইরানরে হস্তক্ষেপকে কঠোরভাবে দমন  করতেই এই সমর্থন। ইয়েমেন ও সিরিয়া যুদ্ধে আক্রান্ত লোকদরে জন্য সেফজোন তৈরির বিষয়ে ও আলোচনার সম্ভাবনা রয়েছে বাদশাহ সালমানরে পুত্র মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে। গত মাসের শেষের দিকে সউদির বাদশাহ সালমান মাসব্যাপী এশয়িা সফরে বরে হয়ছেনে। র্বতমানে তিনি জাপানে রয়েছেন। এশিয়ার সঙ্গে সুসর্ম্পক স্থাপন করতেই এই সফরে বের হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরদকিে তার পুত্র মোহাম্মদ বিন সালমান পশ্চিমাদের সঙ্গে সুসর্ম্পক স্থাপন করতে সফরে বরে হয়ছেনে। মোহাম্মদ বলি সালমান সউদি রাজপরিবারের সবচয়েে ক্ষমতাসীন যুবরাজ হচ্ছে মোহাম্মদ বিন সালমান। তিনি একই সঙ্গে দশেরে অর্থনৈতিক পরিকল্পনা  ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি