সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুই বাংলাদেশির মৃত্যু সড়ক দুর্ঘটনায় কাতারে,


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী দুই বাংলাদেশি নাগরিকের। নিহত ওই দুই বাংলাদেশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দোহা নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় দুই বাংলাদেশিকে বহনকারী প্রাইভেটারকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত দুইজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), তেলি গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন (৩৫)। আহত অবস্থায় দোহা হামাদ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন সাঙ্গিশ্বর গ্রামের মৃত এছাক ভূঁইয়া ছেলে ওমর ফারুক ভূঁইয়া ওরফে মিয়া (৪০)।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রমসচিব রবিউল ইসলাম জানান, নিহত দুইজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। দুই শ্রমিকের কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ ব্যবস্থা করা হবে বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি