সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রযোজ্য নয় ইভানকার ক্ষেত্রে !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সেদেশে তৈরি পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তখন তারই মেয়ে ইভাঙ্কা ট্রাম্প চীন থেকে টনকে টন পণ্য আমদানি করছেন।

যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগ বলেছে, এ বছর ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডেড দোকান চীন থেকে আটটি চালানে সর্বমোট ৫৩.৩ টন পণ্য আমদানি করেছে। আমদানিকৃত পণ্যের অধিকাংশই চীনে তৈরী অত্যাধুনিক ব্র্যান্ডের জুতা, ব্যাগ এবং বস্ত্র সামগ্রী।

এএফপির এক প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে ইভাঙ্কার দোকানের আমদানি করা ৮২ টি চালানে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য ঢোকে। গড়ে প্রতিদিন প্রায় ২ টন করে পণ্য খালাস পেয়েছে। এসব পণ্যের মধ্যে হাতে তৈরী লেডিস বুনট, ১৬০০ চামড়ার তৈরী মানিব্যাগ এবং ২৩ টন তৈরী জুতা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

গত বছরের জুলাই মাসে এক অনুসন্ধান থেকে জানা যায়, নিউইয়র্কে ইভানকা ট্রাম্পের ট্রেডমার্ক বহনকারি একটি সুপার শপে ২৫ টি বস্ত্র সামগ্রীর একটিও যুক্তরাষ্ট্রে তৈরি নয়। এতে এও জানা যায় যে, ইতোপূর্বে ট্রাম্পের বিভিন্ন কোম্পানি চীন ও হংকং থেকে ১২০০ শিপমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতায় ট্রাম্প মার্কিন নাগরিকদের উদ্দেশে বলেছিলেন, “আমরা দুটি খুব সাধারণ নীতি অনুসরণ করবো, মার্কিন পণ্য কিনবো এবং মার্কিনীদের চাকরি দেবো।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি