শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাটকীয়ভাবে রোকসানাকে উদ্ধার করেছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার থেকে ৫ বছর আগে অপহরণ ও পরে খুন হয়েছে দাবি করা কিশোরী রোসসানাকে নাককীয়ভাবে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

মঙ্গলবার বিকলে উদ্ধারকৃত রোকসানা কথিত অপহরণ নাটকের অবসান ঘটিয়ে কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মিথ্যা অপহরণের বিষয়ে তার বাবাই প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা করেছে বলে রোকসানা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব চন্দ্র দেবনাথের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই আদালতে তার বোন ও মামলার সাক্ষী রোজিনাও জবানবন্দি দেন।

পুুলিশ জানায়, দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা আবদুল মোতালেব বহু বছর ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসবাস করছেন।

সেখানে তিনি ফার্নিচার দোকানে কাজ করার সময় স্থানীয় লোকজনের সঙ্গে ব্যক্তিগত বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেবিদ্বারের গোপালনগরের নিজ গ্রামে ঘটনাস্থল দেখিয়ে ২০১২ সালে তার মেয়ে রোকসানাকে অপহরণ করা হয়েছে মর্মে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, মামলায় অভিযুক্ত আসামি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শীববাড়ি গ্রামের আলী হোসেন (২৬), মনির মিয়া (২৩) ও আবদুুল হক (৪৫)। তারা বাদীর দেবিদ্বারের গোপালনগরের বাড়িতে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসে তার ১৪ বছর বয়সী মেয়ে রোখসানাকে অপহরণ করে।

পরে আদালতের নির্দেশে অভিযোগটি দেবিদ্বার থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। কিন্তু মৌলভীবাজারের কোনো শ্রমিক ধান কাটতে বাদীর বাড়ি গোপালনগরে আসেনি বলে তদন্তে বেরিয়ে আসে। এ বিষয়ে পুলিশ আদালতে প্রতিবেদন দেয়।

কিন্তু বাদী নিজেই তার মেয়েকে চট্টগ্রামে লুকিয়ে রাখায় পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে পারেনি। মামলার বছর খানেক পর মৌলভী বাজার ছেড়ে চট্টগ্রামে নিজের কথিত অপহৃত মেয়ে গার্মেন্টস শ্রমিক রোকসানা তার বোন রোজিনার কাছে চলে যায়।

এ নিয়ে পুলিশ আদালতে ফাইনাল প্রতিবেদন দাখিল করে। কিন্তু বাদী তার মেয়ে অপহরণ ও পরে খুন হয়েছে বলে পুলিশের প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

এভাবে ৩ বার তদন্তকারী কর্মকর্তা বদল করার পর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে আদালত নির্দেশ দেয়। প্রতিবেদন দিতে গিয়ে বদলি হয় তিনজন ওসি।

পরে দেবিদ্বার থানার বর্তমান ওসি মিজানুর  রহমান বাদীর মোবাইলের কললিস্টের সূত্র ধরে তদন্তে নামেন। ওসি মিজানুর রহমান তার সঙ্গীয় এসআই মোরশেদ আলম ও এসআই সাইদুর রহমানের সমন্বয়ে একটি টিম গঠন করে। এর মধ্যে বাদীর মেয়ের জন্য বর দেখার নামে সোমবার রাতে চট্টগ্রামের বন্দরটিলা কসাইগলির ভাড়া বাসায় যায় পুলিশ।

সেখান থেকে ৫ বছর আগে অপহৃত রোকসানাকে উদ্ধার করে অপহরণ নাটকের অবসান ঘটান ওসি। উদ্ধারের পর ভিকটিম কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তিনি পুলিশকে জানায়, তাকে অপহরণ করা হয়নি। এ মামলার বিষয়ে কিছুই জানেন না তিনি।

উদ্ধার তরুণী আরও জানান,  তিনি তার ছোট বোন রোজিনাসহ গত কয়েক বছর ধরে বাবার সঙ্গে একত্রে বন্দরটিলা বসবাস ও গার্মেন্টসে কাজ করছেন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিনের চেষ্টায় এই মিথ্যা অপহরণ মামলার জট খুলেছে। হয়রানি থেকে মুক্তি হয়েছে তিন নিরাপরাধ ব্যক্তি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি