শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৮ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৬ জন কাউন্সিলর প্রার্থী ও ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল জানান, যাচাই বাছাই শেষে ৩ জন মেয়র প্রার্থী, ১৪০ জন কাউন্সিলর ও ৪২ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছিল। এদের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৬ জন কাউন্সিলর প্রার্থী ও ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করার ফলে যথানিয়মে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের প্রত্যাহার পত্র জমা দেন। তবে কোন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।

প্রত্যাহার শেষে মেয়র পদে ৩ জন, ১১৪ জন কাউন্সিলর প্রার্থী ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে আগামী কাল ১৫ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আর ৩০ মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি