শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » রিজার্ভ চুরির অজ্ঞাত কারণে বাংলাদেশ ব্যাংক নিরব ও অর্থ মন্ত্রণালয়


রিজার্ভ চুরির অজ্ঞাত কারণে বাংলাদেশ ব্যাংক নিরব ও অর্থ মন্ত্রণালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যেন কিছুই ঘটে নি। নীতি-নির্ধারকদের কারো মুখে আর রিজার্ভ চুরির প্রসঙ্গ আসছে না। রহস্যজনকভাবে নিরব বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়। বারবার নানা টালবাহানা করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না অর্থমন্ত্রী। এতে ক্ষুদ্ধ সাধারণ মানুষ। তাদের আশঙ্কা অন্য পাঁচটা ঘটনার মতই ধামাচাপা পড়ে যাচ্ছে রিজার্ভ চুরির বিষয়। অর্থ উদ্ধারে মরিয়া হতে বাঁধা কোথায় তা বুঝতে পারছে না কেউই।

শুধু বাংলাদেশ নয় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বিশ্বে প্রথম। দেশের গন্ডি ছাড়িয়ে এর উত্তাপ ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে।

ঘটনা ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বেহাত হয়ে যায় ১০ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে সাড়ে তিন কোটি ডলার ফেরত আসে শ্রীলঙ্কা ও ফিলিপাইনের উদ্যোগে। বাকি সাড়ে ছয় কোটি ডলার আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের তৎপরতা চোখে না পরায় প্রবল হচ্ছে টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা।

সাধারণ জনগণ মনে করেন, ‘এদানিং যে অবস্থা বিরাজ করছে তাতে মনে রিজার্ভ চুরির বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। এমনকিছু বের হয়ে আসতে পারে যাতে অনেকের সমস্যা হয়ে যাবে সেজন্য এই ইস্যু চাপা পড়ে যাচ্ছে। এই ঘটনার সাথে কারা জড়িত সেটা জনগণের কাছে প্রকাশ হওয়া জরুরি’।

শুধু টাকা উদ্ধারে ধীরগতি নয়, রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশে অর্থমন্ত্রীর লুকোচুরিতে বেড়েছে সন্দেহ।

প্রতিবেদন পেয়েও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হোতারা আরও উৎসাহী হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘তদন্ত প্রতিবেদন যদি প্রকাশ হত তাহলে দায় থেকে কিছুটা রেহাই পাওয়া যেত। এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। আমরা যদি অর্ধেক টাকা উদ্ধার করতে পারতাম তাহলে বাকিটা পরে চিন্তা করা যেত। এটা হিমাগারে যাওয়ার মত ইস্যু ছিল না। যদি এখন সরকার নির্লিপ্ত থাকে তাহলে কিছু করার নেই’।

রিজার্ভের চুরি যাওয়া টাকা উদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তৎপরতা বাড়ানোর তাগিত অর্থনীতিবিদদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি