শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অর্থমন্ত্রী ঝুঁকির মধ্যে আগামী অর্থবছর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী অর্থবছরকে ঝুকিপূর্ণ উল্লেখ করে বেসরকারি বিনিয়োগের নিরাত্তার কথা বিশেষ বিবেচনায় নিয়ে আসা দরকার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী জানান- ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি ভাল হলেও অনিয়মন চরম আকার ধারণ করেছে উল্লেখ করে আগামী অর্থবছর থেকে ব্যাংকিং কমিশন গঠনের কথা সরকার বিশেষ বিবেচনায় রেখেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থনীতিবিদদের নিয়ে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা শেষে ব্রিফিং-এ এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিমান কমিয়ে এনে তা পুনর্গঠনের ব্যাপারে সরকারের চিন্তার কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে বলেন, বেশ কয়েক বছর ধরে জেলা বাজেট ঘোষণা করা হলেও তা কার্যকর হচ্ছে না। তাই সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। সেই সঙ্গে সরকারি বিভিন্ন এজেন্সির মধ্যে তথ্যগত অমিল আছে, তাই তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। প্রাক-বাজেট আলোচনায় আগত অর্থনীতিবিদরা সুপারিশ করেন শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি