বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিন্ডিকেট দায়ী আমাদের নয়, মালয়েশিয়ায়’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে যে সিন্ডিকেটের কথা উঠছে সেজন্য মালয়েশিয়া দায়ী বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে যে সিন্ডিকেটের খবর আসছে সেটা কিন্তু আমাদের দেশে নয়। সেটা হচ্ছে মালয়েশিয়া। তারাই সিন্ডিকেট করছে।

মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস- আরবিএমের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশেও সিন্ডিকেট করার চেষ্টা হয়েছে। আমি সেটা করতে দিইনি। এখন আর সেই সুযোগ নেই।’

নতুন শ্রম বাজার খোলার বিষয়ে মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে আবার কর্মী পাঠানো হবে। আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। জাপান নতুন কর্মী নেয়ার বিষয়ে প্রস্তাব নিয়েছে। তারা আমাদের দেশ থেকে ৫০০ ডাক্তার নেয়ার বিষয় বলেছে। কিন্তু আমাদের ডাক্তার সেখানে যেতে চায় না। গেলে অনেক ভালো হতো। তারা একটা সময় ওখানে থেকে আসলে রত্ন হয়ে ঘরে ঢুকতো। কিন্তু সেখানে তারা যাবে না। এছাড়া তাইওয়ানেও শ্রম বাজার আছে। কিন্তু সেখানে যেতে হয় থাইল্যান্ড হয়ে। সরাসরি আমাদের যোগাযোগ নেই।

সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘আজবে আরবিএম আমাদের সহযোগতার আশ্বাস দিয়েছে। আমরাও সহযোগিতা করবো। উভয় মিলে সুন্দর অভিবাসন খাত গড়ে তুলবো। আপনাদের জন্য আমরা দরজা সব সময় খোলা রয়েছে। যেকোনো বিষয় আমার কাছে বলার সুযোগ আছে। সাংবাদিকরা সমাজের চোখ তারা ভিন্ন দৃষ্টি দিয়ে দেখে। সমস্যা উঠিয়ে আনে। সেগুলো আমরা সমাধান করবো। সাংবাদিকরা ফিউচার অ্যাম্বাসেডর।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি