নারী নিয়ে ফুর্তি করতে গিয়ে বগুড়ার একটি চার তারকা হোটেলে থেকে গ্রেফতার হয়েছেন এক ভুয়া মেজর।
বুধবার বিকালে শহরতলির ছিলিমপুরের হোটেল নার্জ গার্ডেন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছে একটি ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে।
আটককৃত প্রতারকের নাম শাহ মাহমুদুল হাসান (৩৩)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি সামনিপাড়ার মৃত এজাবত উল্লাহর ছেলে।
হোটেল নার্জ গার্ডেনের রিজার্ভেশন এক্সিকিউটিভ তানভীর জানান, শাহ মাহমুদুল হাসান বুধবার সকাল ৫টা ৫৫ মিনিটে আসেন। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। তাকে বিশেষ ডিসকাউন্ট দিতে আইডি কার্ড চাওয়া হয়।
হোটেল কর্মকর্তা জানান, কার্ড দেখে হোটেল কর্মরতদের সন্দেহ হলে সদর থানা ও সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাকে খবর দেয়া হয়। এর আগে তার কাছে এক নারী মেহমান আসেন। ভুয়া মেজর প্রমাণ হলে বিকাল ৪টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, হাসান নামে ভুয়া মেজর এ হোটেলে ফুর্তি করার জন্য নারী এনেছিলেন। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ পদে চাকরি করেন।