শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লাবাসী এমন মেয়র চান যে সময়-অসময়ে পাশে থাকবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

খুব একটা চাওয়া পাওয়া না থাকলেও একজন যোগ্য মেয়রের দিকে তাকিয়ে কুমিল্লার খেটে খাওয়া মানুষগুলো। নগরীর ভালমন্দ বুঝবে, আর সময় অসময় পাশে থাকবে এমন মানুষকেই মেয়র হিসেবে দেখতে চান তারা।

হরিপদ। পাঁচ বছর আগেও কুমিল্লার কান্দিরপাড়ে বসে জুতা সেলাই করতেন, আজও তাই। পৌরসভা থেকে সিটি করপোরেশন হওয়ায় বদলেছে কুমিল্লা নগরের কাঠামো তবে বদলায়নি তার জীবিকার উৎস।

ক্ষমতার পালাবদলে নগরে আবারো বইছে নির্বাচনের হওয়া। হরিপদর মতো মানুষগুলোর খুব একটা যায় আসেনা তাতে। তবুও নির্বাচন নিয়ে ভাবে তারা। নিজেদের ভাগ্য বদল করবে এমন কোন প্রত্যাশা নয়, তাদের দাবি নগরের উন্নয়ন। আর ক্ষমতার এই পালাবদল প্রক্রিয়া যেনো অহিংস হয় এমনটাই প্রত্যাশা মেহনতি এই মানুষগুলোর।

প্রায় ২ লাখ ৭ হাজার ভোটার আগামী ৩০ মার্চ নির্বাচন করবে তাদের নগরের পরবর্তী অভিভাবক।

রাজনীতির মারপ্যাঁচ কিংবা ভোটের মাঠের হিসেব নিকেশ খুব একটা বোঝে না খেটে খাওয়া এই মানুষগুলো। তাদের একটাই চাওয়া, সুষ্ঠু একটা নির্বাচন আর এই নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন সেই মানুষটিকে তারা সুখে দুঃখে পাশে পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি