শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রার্থীরা প্রতীক পাবার পর থেকেই উত্তাল কুমিল্লা সিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে মিছিল, মাইকিং ও প্রার্থীদের গণসংযোগে মুখরিত এখন মহানগরী।

আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা ও নির্বাচনী কর্মপন্থা ঠিক করতে উভয়দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বর্তমানে কুমিল্লায় অবস্থান করছেন। বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলের প্রেসিডিয়াম সদস্য ও কুসিক নির্বাচনের সমন্বয়ক কাজী জাফর উল্লাহর নেতৃত্বে মিছিল বের করা হয়।

জানা যায়, বুধবার ৪ মেয়র প্রার্থী ছাড়াও ১১৪ সাধারণ কাউন্সিলর ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। অপর ২ মেয়র প্রার্থীর মধ্যে জেএসডির শিরিন ‘তারা’ এবং স্বতন্ত্র মামুন টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী সীমা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

দলীয় সূত্র জানায়, সীমার পক্ষে প্রচারণা ও নিবাচনী কর্মপন্থা ঠিক করতে বর্তমানে কুমিল্লায় অবস্থান করছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দির নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুপুরে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সন্ধ্যায় মহেষাজ্ঞনে হিন্দু, বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

অপর দিকে কুসিক নির্বাচনে বিএনপির সমন্বয়ক দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্কুর পক্ষে প্রচারণা ও কর্মপন্থা ঠিক করতে কুমিল্লায় রয়েছেন।

দুপুরে নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ বিএনপি ও এর অংগঠনের সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নগরীর ধর্মসাগরপাড়স্থ সাক্কুর মিডিয়া সেল কার্যালয়ে মতনিমিয় করেন।

এদিকে আনুষ্ঠানিক প্রতীক পেয়ে বিএনপির সাক্কু নগরীর ভাটপাড়া ও বিষ্ণুপুর এবং বিকেলে ছোটরা এলাকায় গণসংযোগ করেন।

অপর দিকে আওয়ামী লীগের সীমা বিকেলে কান্দিরপাড় এলাকায় গণসংযোগ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে দলীয় কার্যালয় থেকে শুরু করা মিছিলে অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, আ.লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম ও ভিপি জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে মেয়র ও কাউন্সিলরদের পক্ষে নগরীর অলিতে-গলিতে বাহারী স্লোগানে চলছে মাইকিং। মেয়র-কাউন্সিলর প্রার্থীদের পক্ষে নগরীতে সকাল থেকে বের করা হয় খণ্ড-খণ্ড মিছিল। তবে বিকেলে আওয়ামী লীগের সীমার পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে বের করা হয় বিশাল মিছিল। বিকেলে উভয় মেয়র প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি