শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬  মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ০১:৩০ ঘটিকায় সাতঘরিয়া বিওপি’র “সোনাইচা” নামক স্থান হতে ৮০ বোতল হুইস্কি এবং ২৪ বোতল বিয়ার ক্যান ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০ বোতল হুইস্কি, ২০১৯ টি সেনেগ্রা ট্যাবলেট, ৪২০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৪৪ টি কসমেটিকস সামগ্রী, ২৫ কেজি চা-পাতা, ১৪৪ প্যাকেট বিস্কুট এবং ০১ টি বাই সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষ নয় হাজার ছয়শত আশি টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

মোঃ শহীদুল আলম

অতিরিক্ত পরিচালক

অধিনায়কের পক্ষে

প্রয়োজনে যোগাযোগ

মোঃ রাশেদুল ইসলাম

১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা

মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি