শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরে বেইলী ব্রীজ এখন মরণ ফাঁদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মুরাদনগর উপজেলার দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি বেইলী ব্রীজ এখন মরণফাঁদে পরিনত হয়েছে। বেইলী ব্রীজগুলো বেহাল অবস্থায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে ঘুরে খো যায়, কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক ও জনপদ বিভাগের অধীন প্রধান গুরুত্বপূর্ণ ৫টি আঞ্চলিক সড়ক রয়েছে। এর মধ্যে ২৯টি বেইলী ব্রীজগুলো অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কগুলোর মধ্যে মুরাদনগর-ঢাকা সড়ক, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক, নবীপুর-শ্রীকাইল সড়কের মোচাগড়া উত্তর পাড়া, যাত্রাপুর দক্ষিণ ও উত্তর পাড়ায়।

মুরাদনগর-কোম্পানীগঞ্জ-হোমনা সড়ক এবং নবীপুর-শ্রীকাইল সড়কের বেইলী ব্রীজ গুলো একেবারেই জরাজীর্ণ হয়ে মরণফাঁদে পরিণত হয়ে আছে। জরাজীর্ণ এসব সেতুর লোহার পাটাতন (স্লিপার) ভেঙে যাত্রী ও পণ্যবাহী বাস-ট্রাক আটকে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে অধিকাংশ সময় বিকল হচ্ছে ছোট-বড় অনেক যানবাহন।

এছাড়া প্রায় অর্ধশত বছর আগে মুরাদনগর-ঢাকা সড়কের থানা সংলগ্ন গোমতীর উপর নির্মিত বেইলী ব্রীজটি নাজুক অবস্থায় রয়েছে। ব্রীজটির পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে বড় ফাটলের তৈরী হয়েছে। ৯ বছর ধরে এটি একই অবস্থায় আছে। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করছে। ছয় বছর পূর্বে কর্তৃপক্ষ ব্রিজটি ঝূকিপূর্ণ সাইনবোর্ড লিখে আর কোন প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই, তাদের দায়িত্বকে দায় মূক্ত করতে চাচ্ছেন। মুরাদনগর-ইলিয়টগঞ্জ-ঢাকা সড়কে ছয়টি বেইলি সেতু রয়েছে। প্রতিটি সেতুর পাটাতন (স্লিপার) ভেঙে গেছে। সম্প্রতি পাটাতন ভেঙে বিটুমিন বোঝাই একটি লড়ি আটকে যায়।

এতে ব্যস্ততম এ সড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একইভাবে গত বছরের ১৮ ডিসেম্বর ছালিয়াকান্দি বাজারসংলগ্ন এলাকার বেইলি সেতুটি চালবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। এতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ-ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ তিন-চার দিন বিচ্ছিন্ন ছিল। পরে সেতুটি মেরামত করা হলেও ঝুঁকি থেকে যায়। মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর নামকস্থানের ব্রীজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চুরি হয়ে যাচ্ছে লোহার বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া নবীনগর রোডে ছয়টি, রামচন্দ্রপুরে দুটি, বাঙ্গরা-সংচাইল রোডে ছয়টি, মেটাঙ্গর-শ্রীকাইল রোডে চারটি, সংচাইল-কোরবানপুর রোডে তিনটি, ডুমুরিয়া ও পাঁচকিত্তা রোডে দুটি এবং চাপিতলা রোডে একটি বেইলি সেতুরও একই অবস্থা।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লা নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, এসব সেতু দিয়ে পাঁচ টনের ওপরে পণ্যবাহী কোন যানবাহন চলাচলের উপযোগী নয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এ উপজেলার বেশ কয়েকটি ব্রীজের নির্মাণ কাজ চলছে। অন্যগুলোও প্রর্যায়ক্রমে নির্মাণসহ ও সংস্কারের কার্যক্রম শুরু করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি