পূর্বাশা ডেস্ক : চলে গেলেন ৬৯ সন্তানের জন্মদাত্রী। রোববার ইন্তিকাল করেছেন ৪০ বছর বয়সী ওই নারী। বিশ্ব পরিসংখ্যানের হিসাবে, এই নারীই সব থেকে বেশি প্রজনন ক্ষমতার অধিকারী ছিলেন।
১৬ বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন এই মহিলা। সঙ্গে সাতটি ত্রিপলেটস। মানে সাতবার তিনটি করে মোট ২১ সন্তানের মা হয়েছেন তিনি। আর চারটি কোয়াড্রুপ্লেটস-চারবার চারটি করে মোট ১৬টি সন্তান। রবিবার মৃত্যু হয়েছে ৬৯ সন্তানের এই জননীর। ওই নারীর স্বামী সংবাদমাধ্যমকে এ কথা জানান। তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।
যদিও গুগলের সার্চ ইঞ্জিন বলছে এই ফিলিস্তিনি নারী একাই নন, তার সঙ্গে পাল্লা দেয়ার মতো আরো একজন মহিলা রয়েছেন এই বিশ্বে। যার নাম ইতিমধ্যেই উঠে গেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। রাশিয়ার ওই নারীর নাম মিসেস ভ্যাসিলিয়েভা। তিনিও ৬৯ সন্তানের জননী।