বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্লুটোকে গ্রহের মর্যাদা ফিরিয়ে দিতে বিজ্ঞানীদের তোড়জোড়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০০৬ সালে একদল মহাকাশবিজ্ঞানী ঘোষণা করেন প্লুটো গ্রহ নয়। সম্প্রতি তার বিরোধিতা করেছেন আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছয় জন বিজ্ঞানী। তাদের দাবি, সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো প্লুটোকেও গ্রহের মর্যাদা দেয়া উচিত। তাকে পদচ্যুত করা হয়েছে ভুল করে। পৃথিবীর উপগ্রহ চাঁদকেও একটি পূর্ণ গ্রহের মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন তারা। খবর হাফিংটন পোস্টের।

শুধু প্লুটো কিংবা চাঁদই নয়, সৌরজগতের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০৯টি ‘অবজেক্ট’কে গ্রহের মর্যাদা দিতে চান বিজ্ঞানীরা। গত বুধবার থেকে এ বিষয়ে কর্মসূচি শুরু করেছেন তারা। সম্প্রতি টেক্সাসের ওডল্যান্ডে আয়োজিত গ্রহ সম্পর্কীয়আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞানীরা একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

সেখানে তারা একটি গ্রহের কী ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। সম্মেলনে নেতৃত্ব দেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল ক্যান্ডিডেট কিরবি রুনিয়ন। তিনি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে দাবি করেন, পাথুরে বরফাবৃত প্লুটোও গ্রহ। এর ভূ-পৃষ্ঠে যা কিছু ঘটে চলেছে তার সবটাই গ্রহের মতোই। সেখানে ‘অ’-গ্রহ জাতীয় কোনো কিছু ঘটেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি