শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘হাসিনার সঙ্গে সম্পর্ক অটুট, আমাকে স্বার্থই অগ্রাধিকার দিতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: বাংলাদেশকে ভালবাসেন, তার সঙ্গে সহযোগিতাতেও রাজি। কিন্তু তার জন্য রাজ্যের স্বার্থ-বিরোধী কোনো কাজ তিনি করবেন না। তিস্তা চুক্তি প্রসঙ্গে এ ভাবেই ফের নিজের অবস্থান জানিয়ে দিলেন

 

বৃহস্পতিবার এবিপি আনন্দে তিনি বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিতেই হবে। মমতা আরো দাবি করেন, ‘শুনেছি ২৫ মে প্রধানমন্ত্রীর ঢাকা সফরে এমন একটা চুক্তি সই হবে। তবে আমাদের কেউ কিছু জানায়নি। সিকিমকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। তারাও তো কিছু জানে না।’

 

তার অভিযোগ, মোদী সরকার রাজ্যকে কিছু না জানিয়েই নিজের মতো পদক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করছে। তেব মমতার দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি