শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আতিয়া মহলের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: সিলেট মহানগরীর শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের দায়িত্ব পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। বর্তমানে সেনাবাহিনী নিজেদের যানবাহন ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজ করছে।

২৮ মার্চ মঙ্গলবার মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে কাগজে কলমে আতিয়া মহলটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা এখন বোম ডিসপোজাল ইউনিটের সুইপিংয়ের অপেক্ষায় আছি। এরপরই পুলিশ ভেতরে যাবে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় জালালাবাদ ক্যান্টনমেন্টে আতিয়া মহলে চলমান জঙ্গি বিরোধী অভিযান ‘অপারেশন টোয়ালাইট’ এর ব্যাপারে সেনাবাহিনীর প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিং এ অভিযানের সর্বশেষ ‍অবস্থা তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

গত ২৩ মার্চ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটি প্রথম ঘেরাও করে পুলিশ। ২৪ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা থেকে মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত অভিযান চালাতে সিলেটে আসে । কিন্তু শেষ পর্যন্ত সোয়াত অভিযান চালায়নি। শুক্রবার সন্ধ্যার পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম ঘটনাস্থলে পৌঁছায়। সারারাত ঘিরে রাখার পর ২৫ মার্চ শনিবার সকাল থেকে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান শুরু করে কমান্ডো দলটি।

অভিযান চলাকালীন শনিবার সন্ধ্যার পর আতিয়া মহলের কাছেই দুটি বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন এবং কমপক্ষে ৫০ জন আহত হন।

২৬ মার্চ রোববার বিকেলে এক ব্রিফিংয়ে জানানো হয় অভিযানে দুই পুরুষ জঙ্গি নিহত হয়েছে এবং অভিযান চালিয়ে যাওয়া হবে।

২৭ মার্চ সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানায়, আতিয়া মহলের ভেতরে থাকা চার জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

রুবেল মজুমদার /পূর্বাশা ডেস্ক ২৮ র্মাচ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি