শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফটোসাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের ফাঁসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ঢাকার রামপুরায় ডাকাতি করতে গিয়ে ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে ৫ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবির ছাড়াও রয়েছেন বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, রাজু মুন্সী ও রাসেল। তাদের মধ্যে রাসেল ও রাজু মুন্সী পলাতক।

অন্যদিকে সবুজ খান নামের আরেক আসামিকে সাত বছরের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। এর আগে মামলার শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ঠিক করেছিলেন বিচারক। এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের বাসায় খুন হন ফটো সাংবাদিক আফতাব আহমেদ (৭৮)। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৫ মার্চ আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-৩-এর উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল।

২৮/০৩/১৭ইং, চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি