শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বামীর মৃত্যুর খবর পড়লেন সংবাদ উপস্থাপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের বেসরকারি টেলিভিশন আইবিসি-২৪ চ্যানেলের সংবাদ উপস্থাপিকা সুপ্রীত কাউর। পেশাগত কারণে অনেক ঘটনাই ব্রেকিং নিউজে পড়লেও এবার সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবরটিই তাকে ব্রেকিং নিউজে পড়তে হয়েছে। বুকে পাথর বেঁধে বেশ সাবলীলভাবে তিনি সংবাদটি উপস্থাপন করেন। সুপ্রীতের এমন পেশাদারিত্ব দেখে তার হতবাক হয়েছেন তার সহকর্মীরা।

৮ এপ্রিল শনিবার সকালে লাইভ নিউজ বুলেটিন চলাকালে ঘটনাস্থল থেকে রিপোর্টার সরাসরি ফোনে সড়ক দুর্ঘটনার যাবতীয় তথ্য দেন সুপ্রীতকে। ৫ যাত্রীর মধ্যে ৩ জনই নিহত হওয়ার খবর দেন তিনি। রিপোর্টার না বুঝলেও, ঘটনার বিবরণ শুনে সুপ্রীতের মনে হয়, এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মধ্যে তার স্বামীও হয়তো রয়েছেন৷ কিন্তু লাইভ নিউজ চলাকালে তিনি একজন পেশাদার সংবাদ উপস্থাপিকার মতোই দর্শকদের ঘটনার বিবরণ দেন।

সুপ্রীতের এক সহকর্মী বলেন, ‘তিনি খুবই সাহসী মনের মানুষ। আমরা তার মতো উপস্থাপিকা পেয়ে গর্বিত। কিন্তু আজ যা ঘটে গেল, তাতে আমরা মর্মাহত।’

স্টুডিও থেকে বের হওয়ার পর তিনি আত্মীয়দের ফোন করেন৷ নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন সুপ্রীত৷ অফিস থেকে রওনা দেন দুর্ঘটনাস্থলে৷

২৮ বছর বয়সী সুপ্রীতের মাত্র এক বছর আগেই বিয়ে হয়েছিল হর্ষদ কাওয়াদের সঙ্গে৷ তারা রায়পুরে বসবাস করতেন৷

টেলিভিশন চ্যানেলটির এডিটর জানান, সুপ্রীতের স্বামীর মৃত্যুর খবর তাদের কাছে আসে যখন তিনি লাইভ নিউজ বুলেটিন পড়ছিলেন। কিন্তু তাকে তার স্বামীর মৃত্যুর খবর দেওয়ার মতো মনের জোর কারোরই ছিল না৷ তবে সুপ্রীত সংবাদ উপস্থাপনের সময়ই তা বুঝতে পেরেছিলেন বলে মত অনেকেরই৷ কিন্তু পেশাদার সংবাদ উপস্থাপিকার মতো তিনি যেভাবে আচরণ করলেন, তা সত্যিই নজিরবিহীন ঘটনা।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি