শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধোনির ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিলেন মন্ত্রী!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৭

ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিংহ ধোনির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এবং এ তথ্য ফাঁসের ঘটনায় জড়িত হয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নিজে।

ধোনি ও সাক্ষী সম্প্রতি তাদের আধার সংক্রান্ত তথ্য আপডেট করেন, এবং সেই তথ্য সংগ্রহ করতে সিএসসি-র কর্মীরা ধোনির বাড়ি যান। সেই মুহূর্তের একটি ছবি তুলে রাখা হয়। পরে সেই ছবি সিএসসি ই-গভার্ন্যান্স, যে সংস্থা আধার রেজিস্ট্রেশনের কাজ করে, তারা তাদের টুইটার পেজে দিয়ে দেয়।

এই সেই টুইট যেখানে সিএসসি ধোনির ছবি সহ আধার অ্যাপলিকেশনের তথ্য দিয়ে দেয়।

এরপর সেই ছবিটি রিটুইট করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। টুইট করে তিনি লেখেন কিংবদন্তী ক্রিকেটার ধোনির কাছে আধার সার্ভিস পৌঁছে দেওয়া হল।

এরপরই রবিশঙ্কর প্রসাদের সেই টুইট সাক্ষীর নজরে আসে। তৎক্ষনাৎ তিনি টুইট করে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে জানতে চান, এভাবে অ্যাপলিকেশনের তথ্যসহ ধোনির ছবি দেওয়া কি ঠিক কাজ? ব্যক্তিগত তথ্য এভাবে ফাঁস করায় কোনো গোপনীয়তা রইল না ধোনির আধার সংক্রান্ত তথ্যের। সাক্ষীর সরাসরি মন্তব্য- ‘এটা কোনো জনসাধারণের জানার বিষয় নয়।’

এরপরই বিভ্রান্ত হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাল্টা টুইট করে দাবি করা হয়, ‘এখানে কারও কোনও গোপন তথ্য ফাঁস করা হয়নি। শুধু ছবিই দেওয়া হয়েছে ‘

এরপরই সাক্ষী সিএসসি-র টুইটগুলোর স্ক্রিনশট করে পাল্টা রিটুইট করে দেখান ধোনির ছবিসহ অ্যাপলিকেশনের সমস্ত তথ্যও পোস্ট করা হয়েছে।

এরপরই পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে সাক্ষীকে ধন্যবাদ জানিয়ে সেই টুইটটি সরিয়ে নেওয়া হয়।

আশ্বাস দেওয়া হয় ব্যক্তিগত তথ্য এভাবে ফাঁস করা বেআইনি, এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

29 Mar, 2017/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি