শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আতিয়া মহলের ২ জঙ্গির লাশ দাফন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত এক নারী ও এক পুরুষ জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ১ এপ্রিল শনিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের মানিকপীরটিলা কবরস্থানে দুই জঙ্গির লাশ দাফন করা হয়।

মানিকপীরটিলা কবরস্থানের তত্ত্বাবধায়ক শেখ মো. আহসান কবির সাংবাদিকদের জানান, বিকেল তিনটা ৩৫ মিনিটে পুলিশ দুটি লাশ তাদের কাছে দেয়। পৌনে চারটার দিকে দাফন সম্পন্ন হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা দুই জঙ্গির দাফনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিচয় নিশ্চিত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। আতিয়া মহলের ভেতরে আরও দুটো লাশ পড়ে রয়েছে।

সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযানের পর সেগুলো বের করে আনা হবে বলে তিনি জানান।

গত ২৩ মার্চ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটি প্রথম ঘেরাও করে পুলিশ। ২৪ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা থেকে মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত অভিযান চালাতে সিলেটে আসে। কিন্তু শেষ পর্যন্ত সোয়াত অভিযান চালায়নি। শুক্রবার সন্ধ্যার পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম ঘটনাস্থলে পৌঁছায়। সারারাত ঘিরে রাখার পর ২৫ মার্চ শনিবার সকাল থেকে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান শুরু করে কমান্ডো দলটি।

অভিযানে আতিয়া মহলের নিচতলায় নিহত হয় এক নারীসহ চার জঙ্গি। বাড়ির ভাড়াটের তথ্য অনুযায়ী, নারী ও এক পুরুষ জঙ্গির লাশ যথাক্রমে মর্জিনা বেগম ও কাওসার আলীর বলে ধারণা করা হয়। ২৭ মার্চ দুজনের মরদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই জঙ্গির লাশ রাখা হয়। এর মধ্যে দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হতে ময়নাতদন্তের পর ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়। চার দিনের মাথায় আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে দুটো লাশ দাফন করা হয়।

পূর্বাশা ডেস্ক /রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি