শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ, ৩ জঙ্গি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
মৌলভীবাজার শহরের বড়হাটের জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন ম্যাক্সিমাসে নারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার ( এপ্রিল ১) অভিযান শেষে ঘটনাস্থলে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় হামলাকারী একজন নয়, তার সঙ্গে আরও লোক যুক্ত ছিল। নিহত জঙ্গিদের মধ্যে একজন সিলেটের আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মৌলভীবাজারে চলে আসে।

এই বোমা বিস্ফোরণের ঘটনা আমরা টেকনোলজির মাধ্যমে পরীক্ষা করে দেখেছি। এখান থেকে গিয়ে তারা ঘটনা ঘটিয়ে আবার বড়হাটে আসতে পেরেছে। যে কারণে আমরা বুঝতে পেরেছিলাম এখানে হাই লেভেলের না হলেও আপার মিড লেভেলের জঙ্গি রয়েছে।

মনিরুল আরও বলেন,  আমরা আগেই জানতে পেরেছিলাম বড়হাটে ৩ জন জঙ্গি অবস্থান করছে। তাদের মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ।

বড়হাটের বাড়িতে একাধিক নির্মাণাধীন ভবন ও অনেকগুলো কক্ষ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা কক্ষগুলোতে এক্সপ্লোসিভ সেট করে রেখেছিল। গত পরশুদিন পুলিশের উপস্থিতি টের পেয়েই ভবনের ছাদে ওঠে দু’টি গ্রেনেড ছুড়ে মেরেছিল। এর একটি বিস্ফোরিত হয়, অপরটি ধান ক্ষেতে অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, আমরা জঙ্গি দমনে লে.কর্ণেল আজাদসহ ৯ জনকে হারিয়েছি। ফলে সেই স্মৃতি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এগুচ্ছি।

অভিযানকালে এই এলাকার মানুষের অনেক কষ্ট হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এলাকার মানুষের নিরাপত্তার খাতিরে তাদের কষ্ট দিয়েছি। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল একটু সময় নিয়ে হলেও অপারেশনটা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া করবো। যেহেতু বড় ঘটনা তারা ঘটিয়েছে, সে কারণে তাদের জীবিত ধরার উদ্দেশ্য ছিল। এ জন্য তাদের বার বার আমরা আহ্বান করেছি। যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করেছি, তখনই তারা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছে। এ কারণে গতকাল সন্ধ্যা ৭টায় আমরা আনুষ্ঠানিকভাবে অপারেশন স্থগিত করেছি। এরপর সকালে যখন সোয়াট সদস্যরা এসেছে, তখনো তারা বড় বড় তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের ধারণা ছিল আগুন  ধরেছে। যখন আমরা বুঝলাম তারা নিহত হয়েছে, তখন আমরা ঘরে প্রবেশ করেছি। আমরা এখানে তিনটি মরদেহ দেখেছি, একটি মহিলার ও দুই জন পুরুষের। এই অভিযানটি ভবিষ্যতে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়ে থাকবে।

তিনি বলেন, সাধারণ মানুষ এগিয়ে আসলে, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী পথভ্রান্ত জঙ্গিদের দমন করা সম্ভব হবে। আমরা সম্মিলিত ভাবে এই সমস্ত পথভ্রান্ত ধর্মান্ধ জঙ্গিদের দমন করতে পারবো।

সোয়াট, ছাড়াও সিআরটি, বোম্ব ডিস্পোজাল ইউনিট, মৌলভীবাজার জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল ইউনিট, মিডিয়া ও এলাকার লোকজনের সহায়তায় অপারেশন ম্যাক্সিমাস সমাপ্ত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি