সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কলম্বিয়ায় ভূমিধস : মৃতের সংখ্যা বেড়ে ২০৬, নিখোঁজ ২২০


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬। এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন। আহত হয়ে চিকিৎসারত অবস্থায় আছেন আরো ২০২ জন। ফলে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ।
টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাঁদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে এখনো ‘অগণিত’ মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে। প্রবল বর্ষণে নদীগুলো দু কূল ছাপিয়ে প্রবাহিত হবার কারণে অনেকগুলো বাধ ভেঙে প্রবল বন্যা সৃষ্টি হয়েছে। এর ফলে এই ভূমিধস হয়।
স্থানীয় অনেক মানুষ জানিয়েছে, ভূমিধসের পর তাদের আত্মীয়স্বজনকে খুঁজে পাচ্ছেন না। তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মেয়র জানিয়েছেন, ভূমিধসের শিকার শহরটি অন্য এলাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট স্যানটোস। তিনি আরো বলেছেন, ক্ষতির মাত্রা এত বেশি যে উদ্ধারকাজ শেষ করতে কয়েকদিন লেগে যেতে পারে।
এই দুর্যোগকালীন সময় ঐ এলাকায় অভিযান পরিচালনার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি