সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক :কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ভূমিধসের ঘটনায় আহত হয়েছেন অনেকে।

২ এপ্রিল রোববার দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কলম্বিয়ার পুতুমাইও প্রদেশে এ ভূমিধসের ঘটনা ঘটে। আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

এদিকে স্থানীয় এক সেনা সদস্য জানিয়েছে, এ ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। এছাড়া আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

তিনি আরও জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

জোস অ্যান্টিনিও কাস্ত্রো নামে স্থানীয় মেয়র জানিয়েছেন, আক্রান্ত শহরটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিধ্বস্ত।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি