সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বৈশ্বিক শিশু যৌন নির্যাতন: নিয়ন্ত্রণের কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

Domestic violence

পূর্বাশা ডেস্ক:

শিশু যৌন নির্যাতনের চিত্র ও ভিডিও সংরক্ষণ ও তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার দৌড়ে এগিয়ে আছে ইউরোপের দেশগুলো। বৈশ্বিক অনলাইন ব্যবহারের উপর কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থার ‘শিশু যৌন নির্যাতন’ সংক্রান্ত রিপোর্টে এমনটিই উঠে এসেছে।

ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) এর বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, শিশু যৌন নির্যাতন সংশ্লিষ্ট বিষয়গুলোর নিয়ন্ত্রণ (হোস্টিং) করছে ইউরোপের অধিকাংশ দেশ এবং সংস্থাটির মতে ইউরোপ এক্ষেত্রে হয়ে উঠেছে ‘গ্লোবাল হাব’। রিপোর্টে আরো দেখা যাচ্ছে যে, শিশুদের উপর চালানো যৌন নির্যাতনের ছবি ও ভিডিও ধারণ করা এবং তা ছড়ানোর মাধ্যমে বৈশ্বিক অপব্যবহার উপাদানের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করছে ইউরোপের দেশগুলো। যা পূর্বের চেয়ে প্রায় ১৯ গুণ বেড়েছে বলে জানানো হয়েছে।

আইডব্লিউএফ আরো জানাচ্ছে যে, ইউরোপীয় দেশগুলির মধ্যে বেআইনি এসব বিষয়বস্তুর নিয়ন্ত্রণকারী তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। এর আগে ইন্টারনেটে এসংক্রান্ত বিষগুলোর পৃষ্ঠপোষক ছিলো উত্তর আমেরিকা।
‘পরিস্থিতি পূর্বের তুলনায় বিপরীতে গেছে’ জানিয়ে আইউব্লিউএফ’র প্রধান নির্বাহী সুসি হারগ্রিভস বলেন, ‘উত্তর আমেরিকার চেয়েও শিশু নির্যাতন চিত্রাবলীর সবচেয়ে বড় নিয়ন্ত্রক হচ্ছে ইউরোপ।’ তবে আইডব্লিওএফ জানাচ্ছে যে, ইন্টারনেটের অবারিত জগত (নেটওয়ার্ক) থেকে এসব অপব্যবহার সামগ্রী সরাতে কাজ শুরু করেছে ইউরোপের দেশগুলো।

০৩ এপ্রিল, ২০১৭ ইং / Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি