শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লবণের বিস্ময়কর ১১ টি উপকার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:
ইতিহাসের বর্ণনা প্রমাণ করে লবণের উৎস যেখানে আছে সেখানেই মানুষ যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে। লবণ বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ এছাড়াও দৈনন্দিন টুকিটাকি কাজে জাদুর মতো কাজ করে খনিজ এ পদার্থ লবণ। লবণের জাদুকরী ১১ টি উপকারের বিষয় বর্ণনা করা হলো:

১/ গোসলের পরে কনুই ও হাঁটুর মতো শুষ্ক স্থানগুলোতে মসৃণ লবণের ব্যবহার মৃত কোষ সরিয়ে নতুন সজীব কোষের সৃষ্টি করতে সহায়তা করে।

২/ অবিশ্বাস্য হলেও সত্যি যে, ফোলা চোখের জন্য লবণ খুবই উপকারী। ১/২ চা চামচ লবণ এক কাপ কুসুম গরম পানিতে করে কাপড় ভিজিয়ে মুছলে চোখের ফোলা কমে।

৩/ ডিম পঁচা কি না তা জানতে এক কাপ পানিতে ১ টি ডিম রেখে সেখানে ২ টেবিল চামচ লবণ মেশাতে হবে। ভালো ডিম হলে সেটি লবণ পানিতে ভেসে থাকবে আর পঁচা ডিম হলে ডুবে যাবে।

৪/ একটি শুষ্ক মাজুনি ও লবণ দিয়ে ঘষে মরচে পড়া কাঁটা চামচকে পূর্বের অবস্থায় চকচকে রুপ ফিরিয়ে আনা যায়। এ ক্ষেত্রে লবণের জুিড় নেই।

৫/ ননস্টিক কুকারের বাদামী দাগ দূর করতে এক টুকরো কাগজের উপরে লবণ ছিটিয়ে কুকারটিকে গরম করতে হবে। ঠান্ডা হওয়ার পরে অন্য একটি কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তাতে বাদামী দাগ দূর হবে।

৬/ বেকিং সোডার সঙ্গে লবণের মিশ্রণের ব্যবহার দাঁত আরোও সাদা ও উজ্জ্বল করার পাশাপাশি সুস্থ মাড়ি বজায় রাখতে সহায়দা করে। এখন থেকে ‘আপনার টুথপেস্টে কি নুন আছে?’এই প্রশ্নে আপনি নিশ্চয়ই আর অবাক হবেন না।

৭/ আলু ও আপেল কাটার পরে ঠান্ডা লবণ পানিতে ডুবিয়ে রাখলে এগুলো বাদামী রং ধারণ করবে না। তাই আলু ও আপেল প্রেমিদের জন্য লবণের এ ব্যবহার নতুন খবর।
৮/ পরেরবার যখন ফ্রিজ পরিষ্কার করবেন তখন সোডা পানির সঙ্গে লবণ মিশ্রণ ব্যবহার করার কথা ভুলবেন না। যা আপনার ফ্রিজকে করে তুলবে নতুনের মতো চকচকে।

৯/ একটি ব্যাগে কৃত্রিম ফুল রেখে তাতে লবণ দিয়ে ব্যাগ ঝাঁকালেই ফুলগুলো পরিষ্কার হবে। যা জাদুর মতো কাজ করবে।

১০/ ৩ টেবিল চামচ সাদা গরম ভিনেগারের সঙ্গে লবণ মিশিয়ে তা একটি স্প্রের বোতলে ভরে পুরোনো তামার উপরে ছিটিয়ে দিন। ২ মিনিট অপেক্ষার পর একটি কাপড় দিয়ে ঘষতে হবে। ফলাফল নিজেই দেখুন যা যাদুর মতো কাজ করব

১১/ এটি একটি প্রাচীনতম পদ্ধতি যা মৌমাছির হুল বের করতে ব্যবহার করা হতো। এ ক্ষেত্রে হুলটি পানি দিয়ে ভেজানোর পরে লবণ দিয়ে ঢেকে দিলেই কাজ সম্পন্ন হবে।

০৩/০৪/ ২০১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি