শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মা ও মেয়ে বৈশাখীর সাজে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:
যেকোনো উৎসবে পরিবারের সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। এমনকি পোশাক-আশাকেও তা বোঝা যায়। উৎসবের দিনগুলোয় তা ভালোই বোঝা যায়। ফেসবুকে সাজপোশাক মিলিয়ে, কখনো বা মিল না রেখে মা-মেয়ের ছবিগুলো দেখতে ভালোই লাগে। বাংলা নববর্ষের উৎসবের দিন—মেয়ে ও মায়ের সাজপোশাকে থাকবে স্বাধীনতা। পোশাকের সঙ্গে মিলিয়ে কখনো সাজটা হতে পারে সাধারণ, কখনো বা বর্ণিল—তবে আনন্দের রেশ সেখানে থাকবেই।
বছরের প্রথম দিনটি নানা রঙে রাঙানো। উজ্জ্বল রঙের আলপনা, রং-বেরঙের মুখোশ, রঙিন কাগজের তৈরি বিভিন্ন জিনিসে মন কিন্তু হারিয়েই যায়। লাল-সাদাটা বৈশাখের রং হিসেবে দাঁড়িয়ে গেছে বেশ। তাই তো অন্য সব রঙের মধ্যেও লাল-সাদার সমন্বয় যেন আলাদা হয়েই থাকে।
মায়ের পরা কামিজটি বানানো চান্দেরি কাপড় দিয়ে। ওপরে স্ক্রিন প্রিন্ট ও জারদৌসি কাজ করা। কটি স্টাইলে কামিজটি বানানো হয়েছে। ওড়নাটি লাল শিফনের। মেয়ের টপটি চাপা সাদা মসলিনের ওপর মেশিন এমব্রয়ডারি ও জারদৌসি কাজ করা। বেলি ফুলের গাজরা সেজেছে মায়ের চুলে ও মেয়ের হাতে।  ড্রেসিডেলমায়ের পরা কামিজটি বানানো চান্দেরি কাপড় দিয়ে। ওপরে স্ক্রিন প্রিন্ট ও জারদৌসি কাজ করা। কটি স্টাইলে কামিজটি বানানো হয়েছে। ওড়নাটি লাল শিফনের। মেয়ের টপটি চাপা সাদা মসলিনের ওপর মেশিন এমব্রয়ডারি ও জারদৌসি কাজ করা। বেলি ফুলের গাজরা সেজেছে মায়ের চুলে ও মেয়ের হাতে।
ফ্যাশন হাউসগুলোতেও এবার লাল-সাদার পোশাক বেশ নজর কাড়ছে। ডিজাইনার লিপি খন্দকারও পয়লা বৈশাখে লাল-সাদার পক্ষে। অন্য রং তো যেকোনো দিনই পরা যায়। সাদা শাড়ি লাল পাড়ের সৌর্ন্দটাই অন্য রকম বলে মনে করেন তিনি। ‘মা-মেয়ের সম্পর্কটাই মজার। চাইলে মিলিয়ে পোশাক পরতে পারেন। তবে হুবহু মিল থাকতে হবে তা নয়। কোনো একটি রং বা নকশায় মিল থাকলেও দেখতে ভালো লাগবে।’ বললেন লিপি খন্দকার।
কিশোরীরা চাইলে এক প্যাঁচে শাড়ি পরতে পারে। এ ছাড়া ধুতি সালোয়ার, ছোট কাটের কামিজ পরতে পারে। গরমের কারণে সুতির শাড়ি আদর্শ। হালকা নকশার হলে আরও ভালো। সারা দিনের ঘুরে বেড়ানোয় আরাম পাবেন। তবে দাওয়াতের সময় অন্য কোনো উপকরণের পোশাকও পরতে পারেন।
সুতির শাড়িতে কমলা রঙের টাইডাই। ব্লাউজটা গামছায় বানানো। মায়ের ব্লাউজের সঙ্গে মিল রেখে মেয়ের ওড়নাটা গামছার। সালোয়ার-কামিজটা একদম সাদা। সঙ্গে পুঁতির গয়না। দুজনের কপালেই টিপ। মায়ের খোঁপায় সাদা ও হলুদ রঙের ফুল। সাজ সম্পূর্ণ।  বিবিস প্রোডাকশনসুতির শাড়িতে কমলা রঙের টাইডাই। ব্লাউজটা গামছায় বানানো। মায়ের ব্লাউজের সঙ্গে মিল রেখে মেয়ের ওড়নাটা গামছার। সালোয়ার-কামিজটা একদম সাদা। সঙ্গে পুঁতির গয়না। দুজনের কপালেই টিপ। মায়ের খোঁপায় সাদা ও হলুদ রঙের ফুল। সাজ সম্পূর্ণ।
রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, ‘চেহারায় সতেজভাব ধরে রাখতে হবে। গরমের কারণে অতিরিক্ত না সাজাটাই ভালো হবে। হালকা মেকআপের সঙ্গে চুলটাকে বেঁধে রাখুন।’ ফাউন্ডেশন এড়িয়ে, ক্রিম দিয়ে শুধু ফেস পাউডার লাগাতে পারেন। মাশকারা, আইলাইনার অবশ্যই পানিরোধক হতে হবে। আইশ্যাডোর রংগুলো হালকা বাদামি, পিচ, হালকা গোলাপি হওয়া ভালো। সুগন্ধি ব্যবহার করার পরামর্শও দিলেন কানিজ আলমাস খান। আর চুল ছোট হলে ব্লোড্রাই করে ছেড়ে রাখতে পারেন।

মায়ের পরা কামিজটি বানানো চান্দেরি কাপড় দিয়ে। ওপরে স্ক্রিন প্রিন্ট ও জারদৌসি কাজ করা। কটি স্টাইলে কামিজটি বানানো হয়েছে। ওড়নাটি লাল শিফনের। মেয়ের টপটি চাপা সাদা মসলিনের ওপর মেশিন এমব্রয়ডারি ও জারদৌসি কাজ করা। বেলি ফুলের গাজরা সেজেছে মায়ের চুলে ও মেয়ের হাতে।

সুতির শাড়িতে কমলা রঙের টাইডাই। ব্লাউজটা গামছায় বানানো। মায়ের ব্লাউজের সঙ্গে মিল রেখে মেয়ের ওড়নাটা গামছার। সালোয়ার-কামিজটা একদম সাদা। সঙ্গে পুঁতির গয়না। দুজনের কপালেই টিপ। মায়ের খোঁপায় সাদা ও হলুদ রঙের ফুল। সাজ সম্পূর্ণ।
সাদা হাফ সিল্কের মসলিনের শাড়িতে লাল বুননের কাজ। অন্যদিকে মেয়ে পরেছে কিমোনো স্টাইলের ফ্রি ফিটেড টপ। টেরাকোটা মোটিফে ছাপা হয়েছে। সঙ্গে ঢোল সালোয়ার। মা-মেয়ের আড্ডা যেন ফুরোচ্ছে না। এর মাঝেই মেয়ের চুলে লাল ফিতা দিয়ে বেণি করে দিচ্ছেন। পোশাক: মায়াসিরসাদা হাফ সিল্কের মসলিনের শাড়িতে লাল বুননের কাজ। অন্যদিকে মেয়ে পরেছে কিমোনো স্টাইলের ফ্রি ফিটেড টপ। টেরাকোটা মোটিফে ছাপা হয়েছে। সঙ্গে ঢোল সালোয়ার। মা-মেয়ের আড্ডা যেন ফুরোচ্ছে না। এর মাঝেই মেয়ের চুলে লাল ফিতা দিয়ে বেণি করে দিচ্ছেন।

দেশালের স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান জানালেন কিশোরীদের জন্য উজ্জ্বল রঙের পোশাক বানানো হয়েছে। ঢোল সালোয়ার, ইয়োগা প্যান্ট প্রাধান্য পাবে বৈশাখে। মায়েদের জন্য উজ্জ্বল ও হালকা দুই রঙেরই শাড়ি পাওয়া যাবে। কিশোরীর লাল রঙের কামিজের রঙের ছটা লেগেছে মায়ের শাড়ির পাড়ে। সাজে নেই কোনো বাহুল্য। কানামাছি ভোঁ ভোঁ—দুজনই যেন উচ্ছল।  দেশালদেশালের স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান জানালেন কিশোরীদের জন্য উজ্জ্বল রঙের পোশাক বানানো হয়েছে। ঢোল সালোয়ার, ইয়োগা প্যান্ট প্রাধান্য পাবে বৈশাখে। মায়েদের জন্য উজ্জ্বল ও হালকা দুই রঙেরই শাড়ি পাওয়া যাবে। কিশোরীর লাল রঙের কামিজের রঙের ছটা লেগেছে মায়ের শাড়ির পাড়ে। সাজে নেই কোনো বাহুল্য। কানামাছি ভোঁ ভোঁ—দুজনই যেন উচ্ছল।

পূর্বাশানিউজ/০৪-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি