সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিজাব না পরায় ইতালিতে বাংলাদেশি কিশোরীর মাথা মুণ্ডন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

হিজাব পরে স্কুলে যেতে না চাওয়ায় ইতালির বোলোগনা এলাকায় এক বাংলাদেশি কিশোরীর মাথা মুড়িয়ে দেয়া হয়েছে।

মাথায় হিজাব দিতে বলায় রাজি না হলে ওই কিশোরীর মা জোর করে তার মাথা মুড়িয়ে দেন বলে গত শুক্রবারের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বিষয়টি ১৪ বছরের ওই কিশোরী তার স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি ঘটনাটি পুলিশকে জানান।

ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, প্রায়ই মা তাকে নানাভাবে বকাঝকা করতেন ও হিজাব পরতে চাপ দিতেন। তার মা ও বোন তাকে স্কুলে ছেলে, এমনকি মেয়ে বন্ধুদের সঙ্গেও কথা বলতে নিষেধ করতেন।

মেয়েটি আরও জানিয়েছে, এ ঘটনায় সে অপমানিত ও উদ্বেগ বোধ করেছে। সে আর তার পরিবারের সঙ্গে থাকতে চায় না। তার আশঙ্কা জোর করে বিয়ে দিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে পরিবার।

০৩ এপ্রিল ২০১৭,Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি