বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শারীরিক প্রতিবন্ধী রীতা জীবন যুদ্ধে জয়ে স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জীবন যুদ্ধে জয় করে ভবিষ্যৎ স্বপ্ন পুরনে এগিয়ে যাচ্ছে শারিরীক প্রতিবন্ধি রীতা। প্রতিবন্ধীকতা আর দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে সর্বোচ্চ ডিগ্রী অর্জনের স্বপ্ন দেখছেন রিতা।

পিতৃহারা এ মেয়েটি এখন বীরগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগে স্নাতক ১ম বর্ষের ছাত্রী। শারীরিক প্রতিবিন্ধী রীতার অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছ দারিদ্রতা। পিতার অবর্তমানে সংসারে অসুস্থ মা জোস্না বেওয়াকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে সর্বোচ্চ ডিগ্রী অর্জনের স্বপ্ন দেখছেন তিনি।

দিনাজপুরের বীরগঞ্জের শিবরামপুর ইউপির গোবিন্দপাড়া গ্রামের মৃত যদু বর্মনের মেয়ে রীতা রানী। বাবা গোবিন্দ বর্মন যদু মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত দি রওশন সার্কাসে কাজ করেছেন। রীতা অসুস্থ মাকে নিয়ে বাঁশের তৈরি জীর্ণ খুপরি ঘরে থাকতেন। মা জোস্না বেওয়া কাজ ও ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। তার এ অবস্থা দেখে দিনাজপুর প্রেসক্লাব ও ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি ইতিমধ্যে একটি দোচালা টিনের ঘর করে দিয়েছে। তাদেরকে আর্থিকভাবে কিছু সাহায্য করে থাকেন বীরগঞ্জের সোহেল আহমেদ নামের এক ব্যক্তি।

বীরগঞ্জের শারীরিক প্রতিবন্ধী রিতা রায় ১১মাস বয়স থেকেই কঠিন দারিদ্রতার সাথে যুদ্ধ করে শিক্ষা গ্রহণ করে আসছে। লেখাপড়া করার প্রবল ইচ্ছে থাকায় তার বিধবা মা জোস্না বেওয়া মানুষের বাড়ীতে ঝি’য়ের কাজ এবং দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়ার খরচ জোগান দিয়ে আসছেন। প্রাইভেট পড়া ছাড়াই সে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় (৩ দশমিক ৬৩) মার্কস পেয়ে মানবিক বিভাগে বি গ্রেডে পাশ করে।

এভাবে তার মা এবং বীরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষকদের সহযোগীতায় এইচএসসিতে মানবিক বিভাগে ভর্তি হয়। ভালভাবে পাশ করে। এখন বীরগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগে স্নাতক ১ম বর্ষের ছাত্রী।

গ্রামের বাড়ী থেকে কলেজের দুরুত্ব ২২ কিঃমিঃ পথ। যাতায়াতের এই পথ হেটে এবং ভিক্ষে করে বাসের ভাড়া এবং নিজেদের খাওয়ার পয়সা উঠাতে হয় তাকে। সে পড়ালেখার মাঝে বিভিন্ন কাজও করে থাকে দিন হাজিরায়।

শারীরিক প্রতিবন্ধী রিতা রায় জানান, আজ যতটুকু শিক্ষার আলো সে পেয়েছে সমস্তটাই তার মায়ের অবদান। প্রতিবন্ধী দু’বোনের মধ্যে সে ছোট, বড় বোন প্রমিলাও প্রতিবন্ধী। তাকে গ্রামেই কৃষিকাজ করা এক যুবকের সাথে বিয়ে দিয়েছে তার মা। তাদের সংসারে এক কন্যা শিশু রয়েছে।

রিতা রায় তার ভবিষ্যৎ সম্পর্কে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের প্রবল ইচ্ছে রয়েছে তার। শিক্ষক হয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠির হয়ে কাজ করতে চায় সে।
পূর্বাশানিউজ/০৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি