শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তিস্তা চুক্তি নিয়ে হাসিনার সঙ্গে বৈঠকে যোগ দেবেন মমতা


তিস্তা চুক্তি নিয়ে হাসিনার সঙ্গে বৈঠকে যোগ দেবেন মমতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর পর ব্যক্তিগতভাবে মমতাকে ফোন করে দিল্লি আসার অনুরোধ করেছিলেন প্রণব বাবু। বুধবার নবান্ন সূত্রে জানানো হয়েছে, মমতা আগামী ৭ই এপ্রিল দিল্লি যাবেন। ঐদিনই তিন দিনের ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে তিস্তা নিয়ে চুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। তবে শেখ হাসিনার সঙ্গে মমতার
বৈঠকে তিস্তা নিয়ে ইতিবাচক আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রকের কর্তারা মনে করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু যে শেখ হাসিনার সম্মানে ৮ই এপ্রিল রাষ্ট্রপতির দেয়া নৈশভোজেই হাজির থাকবেন তাই নয়, তিনি সেদিনই প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজেও যোগ দেবেন বলে জানা গেছে। কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বিরোধ সত্ত্বেও তার দিল্লিতে যাওয়াকে রাজনৈতিক মহল বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব বাবুর আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে থাকছেন। আগামী জুলাই মাসেই রাষ্ট্রপতি পদে প্রণব বাবুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাই তিস্তা চুক্তি নিয়ে সমাধানের পথ খুলে দিয়ে তিনি নজির গড়ে রেখে যেতে পারেন। আর প্রণব বাবুর পক্ষে হাসিনা এবং মমতা উভয়কে বোঝানোও সহজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রণব বাবু তিস্তা চুক্তির খুঁটিনাটি সম্পর্কে অবহিত। যদিও চুক্তি নিয়ে মমতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। মমতা অভিযোগ করেছেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত সরকার তার সঙ্গে আলোচনা করছেন না। তাকে আস্থায় না নিয়ে সরকার চুক্তি করার জন্য এগিয়ে যাচ্ছেন জানতে পেরে মমতা ক্ষুব্ধও হয়েছেন। এছাড়া তিস্তা চুক্তির স্বার্থে মমতা বেশ কয়েকটি প্রস্তাব কেন্দ্রকে জানালেও সরকার সে ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। তাই মমতার ক্ষেত্রে প্রশমিত করার কাজটি প্রণব বাবুর পক্ষে করাই অনেক সহজ।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি