শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে উত্তেজনার রেশ এখন দেশজুড়ে।


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে উত্তেজনার রেশ এখন দেশজুড়ে।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
আগামীকাল চারদিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে উত্তেজনার রেশ এখন দেশজুড়ে। প্রধানমন্ত্রীর এ সফরে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তিস্তা আর প্রতিরক্ষা চুক্তির ইস্যুগুলো নিয়ে আরো পরিষ্কার ব্যাখ্যা দেয়া উচিত। যে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা জনসমক্ষে প্রকাশ করা উচিত বলেও মনে করেন তারা।

দুই দফা পিছিয়ে চূড়ান্ত এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। এ নিয়ে দিল্লির পাশাপাশি উত্তাল ঢাকাও। ভারতের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়ন, চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমেরিন ক্রয়। তিস্তা কিংবা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি সব মিলিয়ে ক’দিন ধরেই রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান আলোচনায় প্রধানমন্ত্রীর ভারত সফর।

এরই মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সফরে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সরকার লুকিয়ে কিছু করবে না বলে জানিয়ে দিলেও তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি। এছাড়া স্পষ্ট কোন ব্যাখ্যা ছিলনা প্রতিরক্ষা চুক্তি নিয়েও।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষার মত স্পর্শকাতর বিষয়ে কোন চুক্তির আগে বিষয়টি সাধারণ মানুষের কাছে আরো স্পষ্ট করা দরকার। বিষয়গুলো নিয়ে সংসদে কিংবা এর বাইরে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়াও জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থ সমুন্নত রেখেই চুক্তিটা হচ্ছে। কিন্তু সেটা জানার অধিকার মানুষের আছে। গণতান্ত্রিক সরকারে স্বচ্ছতার বিষয়টি অনিবার্যভাবে চলে আসে।’

সরকারের পক্ষ থেকে কিছু না বলা হলেও এই সফরে বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির দৃশ্যমান অগ্রগতি হবে বলে মনে করেন তারা।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, ‘মানুষ তিস্তা চুক্তির বিষয় নিয়ে উন্মুখ হয়ে বসে আছে। তিস্তা চুক্তি করতে না পারলে অন্য কিছু গ্রহণ করতে মানুষ রাজি হবে না। এটাকে অবহেলা করা গণতান্ত্রিক সরকারের উচিত নয়।’

সাত এপ্রিল প্রধানমন্ত্রীর নয়াদিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি