শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » যত দিন বেঁচে থাকবো মনে থাকবে ম্যাচটা কথা: মাশরাফি


যত দিন বেঁচে থাকবো মনে থাকবে ম্যাচটা কথা: মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৭

রুবেল মজুমদার: ১৮তম ওভারের শেষ বল। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বলে শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান ভিকুম সঞ্জয় ধরা পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ী ম্যাচ জয় দিয়েই রাঙ্গালো বাংলাদেশ। জয় নিশ্চিত হতেই একে একে সবাই ছুটলেন অধিনায়ক মাশরাফির দিকে। আলিঙ্গন করে মাশরাফিকে বিদায়ী সম্ভাষণ জানালেন সতীর্থরা।

১০ বছর আগে বাংলাদেশের হয়ে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছিলেন মাশরাফি। শেষটাও হল সেই জয় দিয়েই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন মাশরাফি। আবেগ সামলে উঠে মাশরাফি জানালেন, যতদিন বেঁচে থাকবেন এই ম্যাচটা তিনি মনে রাখবেন।

বিদায়ী ম্যাচ প্রসঙ্গে মাশরাফির ভাষ্য, ‘এটা অবশ্যই আমার জন্য গর্ব করার মতো একটি ব্যাপার। ভালো লাগছে এই জন্য যে, বাংলাদেশ জিতেছে। একই সঙ্গে বলবো যে, এই শেষ ম্যাচটা আমি যত দিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। শেষ ম্যাচটা আমরা জিতেছিলাম, আমি সেই ম্যাচে অধিনায়ক ছিলাম।’

টি-টয়েন্টি থেকে বিদায় বেলায় অনেক স্মৃতি এসেই ভিড় করছে মাশরাফির মনের কোণে। তবে শেষটা ভালো হওয়ায় ভালো লাগা কাজ করছে তার মাঝে, ‘কিছুটা ইমোশন তো থাকেই। বাংলাদেশের জার্সি পড়ে ১০ বছর টি-টোয়েন্টি খেলেছি। বেশিরভাগ খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। অনেক স্মৃতিও জড়িয়ে আছে তাদের সঙ্গে। অনেকের সঙ্গেই ব্যক্তিগত কিছু স্মৃতি আছে। শেষটা খুব ভালো হয়েছে, সেটাই খুব ভালো লাগছে আমার।এখনও পুরো যাচ্ছি না, ওয়ানডে খেলবো…।

সতির্থদেরকে ড্রেসিংরুমে যখন অবসরের কথা জানান তখন চোখের পানি ধরে রাখতে পারেননি তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকতের মত তরুণ সতীর্থরা। বিদায় বেলায় তাদের চোখের জল অনেক বড় প্রাপ্তি বলে জানান বাংলাদেশ ক্রিকেটের এই মহানায়ক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, কেউ কেউ কেঁদেছে। যেটা হয়েছে নিজের আবেগ প্রকাশ না করে, ওদেরই ঠেকাতে হয়েছে অনেক সময়। ওদেরকে বোঝাতে হয়েছে। সবারই কিছু না কিছু ইমোশন থাকে। আমার চেয়ে বেশি বা আমার পরিবারের চেয়ে কারোর লাগবে বেশি খারাপ লাগবে না এটাই স্বাভাবিক। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমার জন্য কারোর চোখের পানি ফেলা আমার জন্য বিরাট পাওয়া।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি