সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষার্থীর আত্মহত্যা নববর্ষের পোশাক পছন্দ না হওয়ায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নববর্ষের জন্য বাড়ির লোকেরা যে পোশাক কিনে এনেছিলেন, তা পছন্দ হয়নি আর তাই অভিমানে আত্মহত্যা করল ভারতের পুরুলিয়ার এক স্কুল শিক্ষার্থী।

শহরের শান্তময়ী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির আত্মঘাতী ওই ছাত্রীর নাম সুপ্রিয়া চ্যাটার্জি (১৪)। তার বাড়ি পুরুলিয়া শহরের নামোপাড়ায়। শুক্রবার রাতেই গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয় ওই পড়ুয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, অভিমানে আত্মঘাতী ওই শিক্ষার্থীর। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। শনিবার ওই ছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।

মিষ্টি স্বভাবের মেয়েটি এমন ঘটনা ঘটাবে, তা কেউ ভাবতেও পারেনি। প্রতিবেশি, স্বজনসহ অনেকেই হাসপাতালে ভিড় করেন। এদিকে, সুপ্রিয়ার এই চরম পথ বেছে নেওয়া প্রসঙ্গে পুলিশকর্তাদের দাবি, কৈশোর থেকেই বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত কয়েকমাসেই পুরুলিয়াতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বেশ কয়েকজন স্কুলপড়ুয়ার। প্রতি ক্ষেত্রেই তাদের পরিবার ও পুলিশের সাথে কথা বলে জানা গিয়েছে সামান্য বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি আর তারপরেই অভিমানে এমন চরম পথে বেছে নেওয়া। হয়তো মোবাইল কিংবা সাইকেল নয়তো বা বন্ধুদের সাথে বেড়াতে যেতে দিতে হবে, এমন বায়নার কারণে পরিবারের সঙ্গে ঝামেলা আর তারপরেই আত্মহত্যার পথে হাঁটা। কিন্তু, কৈশোরেই কেন অবচেতন মনকে খেয়ে নিচ্ছে আত্মহত্যার প্রবণতা? এই ধরনের একের পর এক ঘটনায় উদ্বিগ্ন দেশটির পুলিশ কর্মকর্তারাও।

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি