সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরিয়ায় মিসাইল হামলা সস্পর্কে কংগ্রেসকে চিঠির মাধ্যমে অবিহিত করেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিরিয়ায় মিসাইল হামলা সস্পর্কে কংগ্রেসকে চিঠির মাধ্যমে অবিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

শুক্রবার সিরিয়ার আল সায়রাত বিমানঘাঁটিকে মিসাইল নিক্ষেপ নির্দেশ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সিরিয়ায় আরো হামলা করবে বলে কংগ্রেস জানান ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প কংগ্রেসকে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির স্বার্থে আমি সিরিয়ায় হামলা নির্দেশ দিয়েছি।

আমি সাংবিধানিক কর্তৃত্ত ও পররাষ্ট্র সম্পর্কিত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দেশের কমান্ডার ইন চিফ ও চিফ এক্সিকিউটিভ হিসেবে এই হামলার আদেশ দিয়েছি বলে কংগ্রেসনাল নেতাদের চিঠিতে লিখে জানান ট্রাম্প।

কংগ্রেস পাঠানো চিঠিতে ব্যাখ্যায় ট্রাম্প আরো লিখেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে সিরিয়ার সরকারি বাহিনীর বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালানোর নির্দেশ দিয়েছে। প্রয়োজনে দেশের বাইরে আরো হামলা চালানো হবে বলে ট্রাম্প কংগ্রেসে পাঠানো চিঠিতে জানান।

ট্রাম্পের চিঠিটি হাউস স্পিকার ও উইসকনসিনের সিনেটর পল রায়ান পড়ে শুনান। মার্কিন আইন অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট যদি দেশের বাইরে কংগ্রেসের অনুমোদন না হামলা চালায় তবে তা ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেসকে অবহিত করতে হয়। ট্রাম্পও ডেড লাইনের আগেই কংগ্রেসকে সিরিয়ায় হামলা সম্পর্কে কংগ্রেসের কাছে ব্যাখ্যা দেন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার আল সায়রাত বিমানঘাঁটিতে ৫৯ টি টমাহুক মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় ৬জন সিরীয় সেনা নিহত হয়েছে বলে আসাদ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। গত মঙ্গলবার সিরিয়ার ইদলিবে এক রাসায়নিক হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন বাহিনী এ হামলা চালায়।

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি