বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ



পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
দেশে শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্ত নিশ্চিত করার দাবি জানিয়েছে শিশুদের জন্য ফাউন্ডেশন নামের একটি সংগঠন। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তিকরণ ও ছিন্নমূল শিশুদের পূর্ণবাসনের

দাবি জানিয়েছে।
সংগঠনের আয়োজনে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেধে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ মানববন্ধনে বলেন, ‘গত ৩ মাসে সারাদেশে ১৪৫টি শিশু ধর্ষিত হয়েছে, যা গত বছরের চেয়ে ৫১ শতাংশ বেশি। গণধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ। এ ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ নেয়া দরকার।
বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি, রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যায়, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
পূর্বাশানিউজ/১০-এপ্রিল,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি