সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বৈশাখ নারীকে টানে বাহারি শাড়ি আর গয়নায়।


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৈশাখ মানেই নান্দনিক সাজ। বাঙালির এ উৎসব ঘিরে জমজমাট কেনাকাটা চলছে নগরীর শপিংমলগুলোতে।

বৈশাখ এলেই শাড়ি-গয়নার দোকানে ভিড় জমে। লাল, সাদা, নীলসহ বাহারি রঙে নিজেকে সাজাতে মনের মতো শাড়ি খুঁজে নেন নারীরা। যেন বৈশাখ আসলেই নারীকে টানে বাহারি শাড়ি আর গয়নায়।

নিজেদের পছন্দের শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুড়ি, মালা, দুল কিনতে অনেকে ভিড় করছেন গয়নার দোকানে। এর বাইরে ছোটদের সাদা-লালের বাহারি জামা, স্কার্ট, থ্রি-পিসসহ বিভিন্ন ডিজাইনের দেশিয় পোশাকও ভাল বিক্রি হচ্ছে।

সোমবার রাজধানীর কয়েকটি গয়নার বাজার ঘুরে দেখা যায়, অ্যান্টিকের গয়না এবার বৈশাখের হালফ্যাশন। মাদুলি ও হাঁসুলির পাশাপাশি মঙ্গলসূত্রের মতো দেখতে অ্যান্টিকের গলার মালার চাহিদাও বেশ। সঙ্গে অ্যান্টিকের চুড়িও বেশি বিক্রি হচ্ছে।

বৈশাখী সাজে রাঙিয়ে তুলতে মাদুলীর আয়োজনজুড়ে রয়েছে নান্দনিক সব গয়নার সমাহার। এ সবের মধ্যে রয়েছে মাটির মালা ও কানের দুল, লম্বা পুঁতির মালা, কাঠের চুড়ি, কাঠের গলার হার, পিতলের বালা, কানের রিং, অক্সিডাইজড ইয়ার রিং।

বৈশাখী শাড়ির সঙ্গে মিলিয়ে গয়না সংগ্রহে দেশি দশ ফ্যাশন হাউস, দোয়েল চত্বর, কর্ণফুলী মার্কেট, শাহবাগ, আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন জায়গায় ভিড় করছেন কিশোরী থেকে শুরু করে বয়স্ক নারীরা।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি